Logo
Logo
×

সারাদেশ

সারাদেশে ৫৩৮ থানার কার্যক্রম শুরু

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ আগস্ট ২০২৪, ০৭:০৭ পিএম

সারাদেশে ৫৩৮ থানার কার্যক্রম শুরু

সারাদেশে ৫৩৮ থানার কার্যক্রম শুরু

বৈষম্যবিরোধী আন্দোলনে শেখ হাসিনার সরকার পতনের পর বিক্ষুব্ধ মানুষের রোষানলের শিকার হয়েছেন পুলিশ সদস্যরা। 

ভাঙচুর করা হয় বাহিনীটির গুরুত্বপূর্ণ স্থাপনা ও থানা। অনেক সদস্যই কর্ম বিরতিতে চলে যান। বিরতির পরে সারাদেশের সর্বমোট ৬৩৯টি থানার মধ্যে ৫৩৮টি থানার কার্যক্রম শুরু হয়েছে।

শনিবার (১০ আগস্ট) এক বার্তার মাধ্যমে এ তথ্য জানিয়েছে পুলিশ সদরদপ্তর।

পুলিশ সদরদপ্তর জানায়, সারাদেশের সর্বমোট ৬৩৯টি থানার মধ্যে ৫৩৮টি থানার কার্যক্রম শুরু হয়েছে। মেট্রোপলিটনের ১১০টি থানার মধ্যে ৮৪টি এবং জেলার ৫২৯টি থানার মধ্যে ৪৫৪টি থানার কার্যক্রম শুরু হয়েছে।

উল্লেখ্য, সরকার পতনের পর সারা দেশে হামলা-সহিংসতায় থানাগুলোতে লুটপাট-ভাংচুর হয়। এর ফলে স্বাভাবিক কার্যক্রমে ব্যাঘাত ঘটে। সম্প্রতি সেনাবাহিনীর পাহারায় ও সহযোগিতায় থানায় আবার স্বাভাবিক পরিবেশ ফিরে আসতে শুরু করেছে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন