Logo
Logo
×

সারাদেশ

বগুড়ায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

Icon

বগুড়া প্রতিনিধি :

প্রকাশ: ২১ জুলাই ২০২৫, ০৩:৫৯ পিএম

বগুড়ায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

ছবি - বগুড়া জিলা স্কুলের শহীদ মুক্তিযোদ্ধা আমিনুল হক দুলাল অডিটরিয়ামে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়

বগুড়ায় ৩৭ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। সোমবার দুপুরে বগুড়া জিলা স্কুলের শহীদ মুক্তিযোদ্ধা আমিনুল হক দুলাল অডিটরিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। বগুড়া সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও জেলা শিক্ষা অফিসের আয়োজনে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়ার জেলা প্রশাসক হোসনা আফরোজা।

তিনি বলেন, “শুধু ভালো ফলাফল বা চাকরি নয়, দেশের জন্য প্রয়োজন নীতিনৈতিকতাসম্পন্ন ও দেশপ্রেমিক নাগরিক। সমাজে সত্যিকারের মানুষের সংখ্যা খুব কম। আমরা যদি দেশপ্রেমে উদ্বুদ্ধ না হই, তবে জাতি হিসেবে এগিয়ে যাওয়া কঠিন হয়ে পড়বে।”

তিনি আরও বলেন, “শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এখনও বিভিন্ন ঘাটতি রয়েছে। শিক্ষার্থীরা আন্দোলনের প্রভাব এখনো পুরোপুরি কাটিয়ে উঠতে পারেনি। আমরা চাই এসব প্রতিষ্ঠান স্বাভাবিক ও সুশৃঙ্খলভাবে পরিচালিত হোক। অপরাধ করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে, তবে বিচারব্যবস্থার বাইরে গিয়ে মব জাস্টিস কাম্য নয়। একজন নাগরিক হিসেবে সবারই উচিত আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকা এবং তা মেনে চলা। সন্তানদের সততা ও নৈতিক মূল্যবোধের সঙ্গে গড়ে তুলতে পরিবারকে অগ্রণী ভূমিকা রাখতে হবে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা শিক্ষা অফিসার রমজান আলী আকন্দ। বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার জেদান আল মুসা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল ওয়াজেদ, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম মাহবুব মোরশেদ এবং বগুড়া প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি রাহাত রিটু।

কৃতী শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য দেন মোবাশ্বের হোসেন শামীম ও রহিমা আকতার রুমি।

অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সদর উপজেলা শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার জিয়াউর রহমান।

আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, পারফর্মেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম (এসইডিপি) প্রকল্পের আওতায় বগুড়া সদর উপজেলার ২০২২ ও ২০২৩ সালের ৩৭ জন শ্রেষ্ঠ শিক্ষার্থীকে এ সংবর্ধনা দেওয়া হয়েছে।



Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন