গাড়ি উল্টে বন্ধ কুমিল্লা-সিলেট মহাসড়ক ৫ ঘণ্টা পর স্বাভাবিক
কুমিল্লা প্রতিনিধি :
প্রকাশ: ২০ জুলাই ২০২৫, ০৩:১৯ পিএম
ছবি - কুমিল্লা-সিলেট মহাসড়কে উল্টে পড়া কন্টেইনার ট্রেলার সরানোর চেষ্টা
কুমিল্লা-সিলেট মহাসড়কে একটি কন্টেইনার ট্রেলার উল্টে সড়কজুড়ে পড়ে থাকে প্রায় পাঁচ ঘণ্টা। এতে ওই সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। রোববার সকাল সাড়ে ৫টার দিকে কুমিল্লার দেবিদ্বার উপজেলার ভিংলাবাড়ি মডেল মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে। এতে ভোর থেকেই সড়কে আটকে পড়ে শতশত পরিবহন। পরে একটি ভারী ক্রেন এনে কন্টেইনারটি সড়কের পাশে সরিয়ে রাখার পর যান চলাচল স্বাভাবিক হয়।
পুলিশ জানায়, নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভারী কন্টেইনার ট্রেলার মহাসড়কে উল্টে পড়লে সড়কটি সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। অল্প সময়ের মধ্যে উভয় পাশে আটকে যায় অসংখ্য যানবাহন। ঘটনার পরপরই মীরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ি ও দেবিদ্বার থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যান চলাচল স্বাভাবিক করতে কাজ শুরু করে। কিন্ত সড়কজুড়ে পড়ে থাকায় ট্রেলারটি সরানো ছাড়া অন্য বিকল্প ছিল না।
ঘটনাস্থলে থাকা প্রত্যক্ষদর্শী জুয়েল শাহরিয়ার বলেন, ‘সকালবেলা আমরা হঠাৎ দেখি মহাসড়কে আড়াআড়িভাবে বিশাল কন্টেইনার উল্টে পড়ে আছে। এরপর একের পর এক গাড়ি আটকে যেতে থাকে। কিছুক্ষণের মধ্যেই তীব্র যানজট তৈরি হয়।’
স্থানীয় বাসিন্দা রুহুল আমিন বলেন, ‘জ্যামের কারণে অনেক এইচএসসি পরীক্ষার্থী গাড়ি থেকে নেমে হেঁটে গন্তব্যে রওনা দেন। ট্রেলারটি সরানোর জন্য প্রথমে ছোট ক্রেন আনা হলেও তা ব্যর্থ হয়। পরে আরও একটি ভারী ক্রেন এনে কন্টেইনারটি সড়কের এক পাশে সরিয়ে রাখা হয়। এতে ৫ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়।’
এ বিষয়ে মীরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরভেজ আলী বলেন, ‘আমরা সকাল ৬টায় দুর্ঘটনার খবর পাই। ঘটনাস্থলে গিয়ে দেখি প্রায় ৪৫ টন ওজনের একটি কন্টেইনার ট্রেলার উল্টে পুরো সড়কে পড়ে আছে। দুটি ক্রেন দিয়ে এটি সরানোর চেষ্টা করা হয়। ধারণা করছি, চালক ঘুমের ঘোরে গাড়ি চালাচ্ছিলেন। এতে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাটি ঘটে।’



