রংপুরে এলপিজি স্টেশনে ভয়াবহ বিস্ফোরণ: প্রকৌশলী নিহত, আহত ২৫
অনলাইন ডেস্ক :
প্রকাশ: ২০ জুলাই ২০২৫, ০১:৩৩ পিএম
রংপুরে সিও বাজার এলপিজি স্টেশনের বয়লার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই প্রকৌশলী সোহাগ উড়ে গিয়ে পাশের দেয়ালে আঘাত লেগে নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২৫ জন, তবে ৪ জনের অবস্থা গুরুতর। এ সময় গ্যাস স্টেশন থাকা অ্যাম্বুলেন্স, প্রাইভেটকার ও বাসসহ অন্তত ২০টি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতির তালিকায় আছে অন্তত ৫টি বহুতল ভবনের জানালা, এসি, ফ্রিজসহ ইলেকট্রনিকস সামগ্রী ও পার্শ্ববর্তী শতাধিক ব্যবসাপ্রতিষ্ঠান।
শনিবার (১৯ জুলাই) দুপুর ১২টার পরপর এই বিস্ফোরণের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, গত ৭ দিন আগে স্টেশনের একটি ট্যাংকে গ্যাস লিকেজ ধরা পড়ে। নিরাপত্তার কারণে স্টেশনটিতে সব ধরনের গ্যাস বিক্রি সাময়িকভাবে বন্ধ রাখা হয়। শনিবার সকালে ট্যাংকের লিক মেরামতের কাজ চলাকালে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে।
বিস্ফোরণে ঘটনাস্থলেই গুরুতর আহত হন মেরামত কাজে নিয়োজিত চারজন কর্মীসহ মোট ১৫ জন। তাদের মধ্যে প্রকৌশলী সোহাগকে গুরুতর অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় গ্যাস স্টেশনে থাকা অ্যাম্বুলেন্স, প্রাইভেটকার ও বাসসহ অন্তত ২০টি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি বিস্ফোরণের তীব্রতায় আশপাশের প্রায় অর্ধশত ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানেরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দ্রুত উদ্ধার ও আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে থাকলেও ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ এখনও নির্ধারণ করা যায়নি।
রংপুর মহানগর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, বিস্ফোরণের ঘটনা শুনে আমরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসি। এখানে এসে দেখি তেল সংরক্ষণাগারের টেংকটি বিস্ফোরিত হয়েছে। এতে পাম্পে থাকা প্রায় ২০টি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে। পাম্পে কাজ করা এক প্রকৌশলীর মৃত্যু হয়েছে শুনেছি।
এ ঘটনায় আহত হয়েছে প্রায় ২৫ জন। তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। বর্তমানে ঘটনাস্থলের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলেও জানান তিনি।
এই ঘটনায় পাম্প কর্তৃপক্ষের কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি এবং তাদের বক্তব্য নেয়াও সম্ভব হয়নি। তবে ঘটনাস্থলের পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের পাশাপাশি কাজ করছে সেনাবাহিনী।
রংপুর সেনা ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার সোবহান বলেন, ‘এমন ঘটনার খবরে আমরা ঘটনাস্থলে পরিদর্শন করেছি। সেখানে পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। যেহেতু রংপুর-দিনাজপুর মহাসড়কের পাশেই এই পাম্প, তাই সেখানে যেন যান চলাচলে কোনো রূপ বিঘ্ন না ঘটে সে বিষয়টি খেয়াল রেখে কাজ করা হচ্ছে। বর্তমানে সেখানের পরিস্থিতি স্বাভাবিক হয়েছে।’



