Logo
Logo
×

সারাদেশ

নবীনগরে সরকারি রাস্তা দখল করে পাকা দোকান নির্মাণ

Icon

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :

প্রকাশ: ২০ জুলাই ২০২৫, ১০:৩৭ এএম

নবীনগরে সরকারি রাস্তা দখল করে পাকা দোকান নির্মাণ

নবীনগর উপজেলার নাটঘর ইউনিয়নের চারগ্রাম বাজার সংলগ্ন মহেশ রোডের উপর সরকারি রাস্তার জায়গা দখল করে পাকা দোকান নির্মাণের অভিযোগ উঠেছে আবু তাহের নামে এক সাবেক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে। অভিযুক্ত আবু তাহেরের পিতার নাম মৃত তকদীর হোসেন।

স্থানীয়রা জানায়, চারগ্রাম বাজারের পাশ দিয়ে মহেশ রোড নামের একটি গুরুত্বপূর্ণ সরকারি সড়ক চলে গেছে, যেটি দিয়ে প্রতিদিন শতশত মানুষ চলাচল করে। সম্প্রতি ওই সড়কের একাংশে পাকা দোকান নির্মাণ শুরু করেন আবু তাহের, যা নিয়ে এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, রাস্তার জায়গা দখল করে রড, সিমেন্ট, ইট দিয়ে দালানের ভিত তৈরি করে কাজ চালানো হচ্ছে। এই অবস্থায় পথচারীরা চলাচলে চরম ভোগান্তির শিকার হচ্ছে। স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দারা বলছেন, মহেশ রোড অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সড়ক। এই রাস্তায় অবৈধ দোকান গড়ে উঠলে বাজারের যানবাহন চলাচল ব্যাহত হবে, ঘটতে পারে দুর্ঘটনাও।

স্থানীয় এক প্রবীণ ব্যক্তি বলেন, এই রাস্তাটি সরকার নির্ধারিত। এখানে দোকান নির্মাণের কোনো আইনগত সুযোগ নেইযদি এখনই প্রশাসন ব্যবস্থা না নেয়, তাহলে আরও অনেকে সাহস পেয়ে রাস্তাগুলো দখল করে ফেলবে

এদিকে এলাকাবাসী নবীনগর উপজেলা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তারা বলছেন, অবৈধ দখলের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ না নিলে ভবিষ্যতে জনসাধারণের চলাচল আরও বিপদাপন্ন হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব চৌধুরী বলেন, আমরা খবর পেয়েছি আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

এ বিষয়ে অভিযুক্ত আবু তাহেরের সাথে কথা বলতে চাইলে, তিনি কথা বলতে অনিহা প্রকাশ করেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন