Logo
Logo
×

সারাদেশ

সমাজতান্ত্রিক মহিলা ফোরামের বিবৃতি : ধর্ষণ ও দুই নারী হত্যার বিচার দাবি

Icon

নিজস্ব প্রতিবেদক :

প্রকাশ: ১৯ জুলাই ২০২৫, ০৪:৫৬ পিএম

সমাজতান্ত্রিক মহিলা ফোরামের বিবৃতি : ধর্ষণ ও দুই নারী হত্যার বিচার দাবি

খাগড়াছড়িতে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ ও বগুড়ায় প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় দুই নারীকে হত্যার ঘটনায় অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক মহিলা ফোরাম। শনিবার গণমাধ্যমে পাঠানো কেন্দ্রীয় কমিটির সভাপতি প্রকৌশলী শম্পা বসু ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট দিলরুবা নুরী স্বাক্ষরিত এক বিবৃতিতে এ দাবি জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, খাগড়াছড়িতে গত ২৭ জুন রাতে ভুক্তভোগী কিশোরী (১৪) রথযাত্রা মেলায় অংশ নেওয়ার পর রাতে এক আত্মীয়ের বাড়িতে আশ্রয় নেন। সেখানেই গভীর রাতে ৬ যুবক জোরপূর্বক ঘরে ঢুকে তার আত্মীয়কে বেঁধে রেখে ওই কিশোরীকে ধর্ষণ করে।

ভুক্তভোগীর পরিবারের সদস্যরা বলেন, সামাজিক লজ্জা ও ভয়ভীতির কারণে মেয়েটি প্রথমে কিছু প্রকাশ করেনি। কিন্তু মানসিকভাবে বিপর্যস্ত হয়ে গত ১২ জুলাই বিষপান করে আত্মহত্যার চেষ্টা করে। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে জ্ঞান ফেরার পর ওই স্কুল শিক্ষার্থী ঘটনাটি পরিবারকে জানায়। ভুক্তভোগী কিশোরী এখনও হাসপাতালে চিকিৎসাধীন।

অন্যদিকে গত বুধবার (১৬ জুলাই) রাতে বগুড়ায় প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় এক কিশোরীর দাদি ও ভাবিকে গলা কেটে হত্যা করা হয়েছে। এ সময় প্রেমের প্রস্তাব দেওয়া তরুণীকেও ছুরিকাঘাতে গুরুতর আহত করা হয়েছে। হত্যাকাণ্ডে জড়িত সৈকত হাসানকে ডিবি পুলিশ বৃহস্পতিবার (১৭ জুলাই) সকালে গ্রেপ্তা‌র করে।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হচ্ছে। জনগণের জানমালের নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। সারাদেশেই খুন, ধর্ষণ, গণধর্ষণ, চাঁদাবাজি ও সহিংসতার ঘটনা উদ্বেগজনক হারে বাড়ছে। পূর্ববর্তী বহু ঘটনায় যেমনটি দেখা গেছে, ধর্ষকদের রক্ষা করা হয়েছে, আশ্রয়-প্রশ্রয় দেওয়া হয়েছে, বিচার হয়নি। গত শুক্রবারও ধর্ষকদের বিচারের দাবিতে প্রতিবাদরত স্থানীয় জনগণের ওপর দমন নেমে এসেছে। সামরিক বাহিনী আন্দোলনে বাধা দিয়েছে এবং দুইজন প্রতিবাদকারীকে গ্রেপ্তার করেছে।

নেতৃবৃন্দ এই গ্রেপ্তারের তীব্র নিন্দা এবং অবিলম্বে তাদের মুক্তির দাবি জানান। তারা অবিলম্বে পাহাড়ে বসবাসরতদের ওপর নারী-পুরুষ নির্বিশেষে নিপীড়ন-নির্যাতন বন্ধের দাবি জানান



Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন