Logo
Logo
×

সারাদেশ

বগুড়ায় আবাসিক হোটেলে ভ্রাম্যমাণ আদালত অবরুদ্ধ, সেনাবাহিনীর হস্তক্ষেপে উদ্ধার

Icon

বগুড়া অফিস:

প্রকাশ: ১৮ জুলাই ২০২৫, ১০:৫১ পিএম

বগুড়ায় আবাসিক হোটেলে ভ্রাম্যমাণ আদালত অবরুদ্ধ, সেনাবাহিনীর হস্তক্ষেপে উদ্ধার

ছবি-যুগের চিন্তা

বগুড়ায় একটি আবাসিক হোটেলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলাকালে স্থানীয় লোকজনের হামলার মুখে পড়ে অবরুদ্ধ হন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশের সদস্যরা। পরে সেনাবাহিনী ও অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অভিযানে ১০ জন নারী ও ২ জন পুরুষকে আটক করে হোটেলটি সিলগালা করা হয়েছে।

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শহরতলীর বারপুর এলাকার 'ড্রিম প্যালেস' নামের হোটেলে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে অভিযান চালান বগুড়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন। অভিযানের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন হোটেল ঘেরাও করে ইট-পাটকেল নিক্ষেপ শুরু করে। রাত ৮টা পর্যন্ত তারা ভ্রাম্যমাণ আদালতকে অবরুদ্ধ করে রাখে।

জানা যায়, উত্তেজিত জনতার হাত থেকে রক্ষা পেতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা হোটেলের ভেতরে আশ্রয় নেন। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলে সেনাবাহিনীর একটি দল এবং অতিরিক্ত পুলিশ এসে জনতাকে ছত্রভঙ্গ করে নিরাপত্তা নিশ্চিত করে।

অভিযান শেষে হোটেল থেকে অনৈতিক কার্যকলাপে জড়িত সন্দেহে ১০ জন নারী ও ২ জন পুরুষকে আটক করা হয় এবং হোটেলটি তাৎক্ষণিকভাবে সিলগালা করে বন্ধ করে দেওয়া হয়।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাসির বলেন, “হোটেলের কর্মকর্তা-কর্মচারীরা পালিয়ে গেছে। যাদের আটক করা হয়েছে, তারা অনৈতিক কর্মকাণ্ডে জড়িত ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”


Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন