Logo
Logo
×

সারাদেশ

ইবির পুকুরে ভাসছিল শিক্ষার্থীর মরদেহ

Icon

কুষ্টিয়া প্রতিনিধি :

প্রকাশ: ১৭ জুলাই ২০২৫, ১০:১১ পিএম

ইবির পুকুরে ভাসছিল শিক্ষার্থীর মরদেহ

ছবি - ইসলামী বিশ্ববিদ্যালয়ের শাহ আজিজুর রহমান হলসংলগ্ন পুকুর থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শাহ আজিজুর রহমান হলসংলগ্ন পুকুর থেকে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ইবি থানা পুলিশের উপস্থিতিতে মরদেহ তোলা হয়। মরদেহটি বিশ্ববিদ্যালয়ের আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২১-২২ সেশনের সাজিদ আব্দুল্লাহর বলে নিশ্চিত করেছে তার সহপাঠীরা। তার বাড়ি টাঙ্গাইল জেলায়।

ক্যাম্পাস সূত্রে, দুপুরের দিকে অনেকে পুকুরের মধ্যখানে মরদেহটি একটু ভেসে থাকতে দেখেন। তবে ময়লা মনে করে তারা গুরুত্ব দেননি। পরে বিকেল সাড়ে পাঁচটার দিকে মরদেহটি পাড়ের দিকে আসতে থাকলে বিষয়টি জানাজানি হয়। পরে ঘটনাস্থলে প্রক্টরিয়াল বডি ও ইবি থানা পুলিশের উপস্থিতিতে মরদেহটি পুকুর থেকে তোলা হয়। পরে মরদেহটি বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হলে সেখান প্রাথমিক পরীক্ষা-নীরিক্ষা শেষে অ্যাম্বুলেন্সে করে কুষ্টিয়া মেডিকেল হাসপাতালে পাঠানো হয়।

পুকুরপাড়ে অবস্থিত দোকানি আকমল বলেন, দুপুর একটার দিকে দেখি কেমন একটা উঁচু হয়ে আছে। মনে হচ্ছিল প্যান্ট ভেসে আছে। পরে আসরের দিকে দেখি মাথা ভেসে উঠেছে। তখন বিষয়টি জানাজানি হয়।

ইবির চিকিৎসা কেন্দ্রের দায়িত্বরত ডাক্তার মো. শাহেদ বলেন, মনে হচ্ছে কমপক্ষে ৩-৪ ঘণ্টা আগেই মারা গেছে। কোনো পালস পাইনি। শরীর ফুলে গেছে। নাক দিয়ে রক্ত বের হয়েছে। তবে কিছু মেডিকেল নিয়ম ও আইনি বিষয়ের কারণে আমরা এখানেই মৃত ডিক্লেয়ার করতে পারি না। মূলত ডিক্লেয়ারেশনের জন্যই কুষ্টিয়া পাঠানো হয়েছে।

ইবি থানার ওসি মেহেদী হাসান জানান, লাশ পাওয়ার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে আসি। লাশ উত্তোলন করা হয়েছে। কোনো আঘাতের চিহ্ন এখন পর্যন্ত দেখা যায়নি। লাশটি এখানকার ছাত্রের বলে শিক্ষার্থীরা জানিয়েছে।



Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন