গোপালগঞ্জ নিয়ে পোস্ট : দিনাজপুরের এএসপির বিরুদ্ধে বিক্ষোভ
দিনাজপুর প্রতিনিধি :
প্রকাশ: ১৭ জুলাই ২০২৫, ০৮:৪১ পিএম
ছবি - অতিরিক্ত পুলিশ সুপার মুশফেকুর রহমানকে গ্রেপ্তারের দাবিতে বৃহস্পতিবার সকাল থেকে পুলিশ সুপার কার্যালয়ের ফটকে তালা ঝুলিয়ে অবস্থান
দফায় দফায় হামলা ও সংঘর্ষের মধ্যে সেনাবাহিনীর সাঁজোয়াযানে করে এনসিপি নেতাদের গোপালগঞ্জ ত্যাগের ঘটনা নিয়ে ফেসবুকে পোস্টের পর দিনাজপুরের এক পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে।
এ ঘটনায় জেলার অতিরিক্ত পুলিশ সুপার মুশফেকুর রহমানকে গ্রেপ্তারের দাবিতে বৃহস্পতিবার সকাল থেকে পুলিশ সুপার কার্যালয়ের ফটকে তালা ঝুলিয়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
পরে বিকালে ওই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার লিখিত আবেদন দিয়ে সেখান থেকে চলে যান নেতারা।
এ সময় পুলিশ সুপার কার্যালয় মূলত অবরুদ্ধ হয়ে পড়ে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলার সদস্য একরামুল হক আবির বলেন, “ওই পুলিশ কর্মকর্তা ফেসবুক পোস্টে এনসিপি নেতাদের প্রতি ব্যঙ্গাত্মক আচরণ করেছেন। তাই তাকে শুধু প্রত্যাহার নয়, তাকে গ্রেপ্তার করতে হবে। তাকে গ্রেপ্তার না করা পর্যন্ত অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে।”
এদিকে বুধবার রাতেই এক চিঠিকে পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম স্বাক্ষরিত এক চিঠিতে মুশফেকুর রহমানকে সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে।
এ ব্যাপারে জানতে জেলা পুলিশ সুপার মারুফাত হোসাইনকে বৃহস্পতিবার মোবাইলে একাধিকবার কল দিলেও তিনি ধরেননি।



