Logo
Logo
×

সারাদেশ

টেকনাফে বিজিবির সঙ্গে সংঘর্ষে আহত ব্যক্তির মৃত্যু

Icon

কক্সবাজার প্রতিনিধি :

প্রকাশ: ১৭ জুলাই ২০২৫, ০৬:২৬ পিএম

টেকনাফে বিজিবির সঙ্গে সংঘর্ষে আহত ব্যক্তির মৃত্যু

কক্সবাজারের টেকনাফে বিজিবির সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষে আহত আজিজুর রহমান (৫১) চিকিৎসাধীন অবস্থায় ৩৮ দিন পর মৃত্যুবরণ করেছেন। বৃহস্পতিবার ভোরে চট্টগ্রামের একটি হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন বলে নিশ্চিত করেছেন টেকনাফের হ্নীলা ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য বেলাল উদ্দিন।

মৃত আজিজুর রহমান টেকনাফের হ্নীলা ইউনিয়নের মৌলভীপাড়ার সৈয়দ আহমেদের ছেলে। তিনি গত ৯ জুন মৌলভীপাড়ায় বিজিবির সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষে আহত হয়েছিলেন।

ইউপি সদস্য বেলাল উদ্দিন বলেন, ওই দিন ঘটনার সময় আজিজুর রহমানসহ আরো ১১ জন গুলিবিদ্ধ হয়েছিল। আহতরা বিভিন্নজন বিভিন্ন জায়গায় চিকিৎসাধীন রয়েছেন। বৃহস্পতিবার ভোররাতে আজিজুর রহমান মারা যান। দুপুরের দিকে টেকনাফ থানা পুলিশ নিহত আজিজুর রহমানের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেছে।

টেকনাফ থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন জানিয়েছেন, নিহতদের পরিবারের পক্ষে বিষয়টি তাকে অবহিত করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার জেলা সদর হাসপাতালে আনার প্রক্রিয়া চলছে।

গত ৯ জুন টেকনাফের হ্নীলায়  নাফনদীতে জাল বসানোর প্রস্তুতিকালে বিজিবি এক জেলেকে আটক করে নিয়ে গেলে ক্ষুব্ধ হয়ে এলাকার লোকজন টেকনাফ কক্সবাজার সড়কে টায়ার জ্বালিয়ে দীর্ঘ ৪ ঘন্টাব্যাপী সড়ক অবরোধ করে রাখে। পরে সন্ধ্যায় সড়ক অবরোধ তুলে নেওয়ার জন্য বিজিবি ফাঁকা গুলিবর্ষণ করলে স্থানীয় নারীসহ ১১ জন গুলিবিদ্ধ হন। এ ঘটনায় পরের দিন বিজিবি বাদী হয়ে ১৫ জনের বিরুদ্ধে মামলা করে। এ ঘটনায় আহত ছিলেন আজিজুর রহমান।

ঘটনার পর আজিজুর রহমানের স্ত্রী মরজিনা আকতার বাদী হয়ে গত ৭ জুলাই আদালতে সিআর মামলা দায়ের করেন। যেখানে বিজিবির সদস্যসহ ১২ জনকে অভিযুক্ত করা হয়। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচার অভিজিৎ চৌধুরী এটি আমলে নিয়ে বিজিবির সংশ্লিষ্ট ঘটনায় থানায় মামলা হয়েছে কিনা জানতে চেয়ে টেকনাফ থানাকে নিদের্শ দেন।

টেকনাফ থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন জানিয়েছেন, আদালতের নিদের্শ মতে এ সংক্রান্ত প্রতিবেদন প্রেরণ করা হয়েছে। প্রতিবেদনটি বিস্তারিত বলা হয়নি।





Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন