Logo
Logo
×

সারাদেশ

সিরাজগঞ্জে ক্রসবার বাঁধের শতাধিক স্থাপনা উচ্ছেদ

Icon

সিরাজগঞ্জ প্রতিনিধি :

প্রকাশ: ১৭ জুলাই ২০২৫, ০৬:১১ পিএম

সিরাজগঞ্জে ক্রসবার বাঁধের শতাধিক স্থাপনা উচ্ছেদ

সিরাজগঞ্জবাসীর বিনোদন তীর্থ বলে পরিচিত যমুনা নদীর ক্রসবার বাঁধের শতাধিক অবৈধ স্থাপনা বৃহস্পতিবার (১৭ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত  উচ্ছেদ করেছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। দর্শনার্থীরা যাতে যমুনার নদীর সৌন্দর্য নির্বিঘ্নে উপভোগ করতে পারেন সেই লক্ষ্যে এসব স্থাপনা উচ্ছেদ করা হয় বলে জানিয়েছে পাউবো কর্তৃপক্ষ।

সিরাজগঞ্জ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিফান নজমু অভিযানে নেতৃত্ব দেন। এ সময় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী মোখলেসুর রহমান, উপবিভাগীয় প্রকৌশলী নাজমুল হাসানসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

যমুনার নদীর উপর আড়াআড়িভাবে স্থাপন করা ক্রসবার বাঁধ-৩ ও ক্রসবার বাঁধ-৪ এ উচ্ছেদ অভিযান চালানো হয়।

পাউবোর নির্বাহী প্রকৌশলী মোখলেসুর রহমান জানান, এ দুটি ক্রসবার বাঁধে ১২০টির মতো দোকানপাট গড়ে তোলা হয়েছিল। তীর ঘেঁষা এসব স্থাপনার জন্য যমুনার সৌন্দর্য উপভোগ থেকে বঞ্চিত হচ্ছিল দর্শনার্থীরা। তাই এসব স্থাপনা উচ্ছেদের সিদ্ধান্ত নেওয়া হয়। আমরা দুদিন আগেই মাইকিং করেছি। এতে বেশিরভাগ স্থাপনা সরিয়ে নেওয়া হয়। আজকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতে বাকি স্থাপনাগুলো উচ্ছেদ করা হলো।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন