বিয়ের দাবিতে অনশনে প্রেমিকা, পালালেন প্রেমিক
লক্ষ্মীপুর প্রতিনিধি :
প্রকাশ: ১৬ জুলাই ২০২৫, ১০:৩৯ এএম
লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জে প্রেমিকের প্রতারণার শিকার হয়ে বিয়ের দাবিতে তার বাড়িতে অবস্থান নিয়েছেন এক সন্তানের মা রোজিনা বেগম (২০)। প্রেমিক আবুল কালাম (২৫) বিয়ের আশ্বাসে ভাড়া বাসায় রেখে দীর্ঘদিন শারীরিক সম্পর্ক করার অভিযোগ করেছেন ভুক্তভোগী রোজিনা।
মঙ্গলবার (১৫ জুলাই) সদর উপজেলার ১৭ নং ভবানীগঞ্জ ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের পিয়াজের গাড়িগো বাড়িতে এ ঘটনা ঘটে। প্রেমিকার আগমনের খবর ছড়িয়ে পড়লে আশপাশে উৎসুক জনতা ওই বাড়িতে ভিড় করে। বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে।
অভিযুক্ত আবুল কালাম সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের ৩ নং পিয়াজের গাড়িগো বাড়ির কবিরের ছেলে।
অন্যদিকে ভুক্তভোগী রোজিনা বেগম কমলনগর উপজেলার চর কালকিনি ইউনিয়নের মফিজুল ইসলামের মেয়ে। সে বিবাহিত হলেও ২ বছর পূর্বে সড়ক দুর্ঘটনায় তার স্বামী মারা গেছেন। তাদের ৩ বছরের একজন কন্যা সন্তান রয়েছে।
রোজিনা জানান, দীর্ঘদিন প্রেমের সম্পর্কের একপর্যায়ে আবুল কালাম বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাকে কৌশলে চট্রগ্রামে নিয়ে যান। সেখানে ছোট পোল এলাকায় একটি ভাড়া বাসায় তাকে নিয়ে উঠেন। ওই বাসায় চারদিন থাকার পর হঠাৎ তাকে বাসায় একা রেখে প্রেমিক আবুল কালাম না বলে গ্রামের বাড়িতে চলে আসে। তাই বাধ্য হয়ে প্রেমিকের বাড়িতে এসে অবস্থান নেয় রুজিনা।
বাড়িতে অবস্থানের পর প্রেমিক কালাম তাকে চার লক্ষ টাকা দেনমোহরে বিয়ে করতে সম্মত হয়। এর মধ্যে তার ভাই এসে পার্শ্ববর্তী ওয়ার্ডের মেম্বারের অফিসে বিয়ে হওয়ার কথা বলে ওই অফিসে যাওয়ার জন্য বলে। পরে কালামকে কৌশলে পার করে দেয় সে। এবং ওই বাড়ি থেকে পরিবারের সবাই পালিয়ে যায়।
রুজিনা বলেন,"এখন হয় আবুল কালাম আমাকে বিয়ে করবে না হয় আমার আত্মহত্যা ছাড়া আর কোন উপায় নাই।"
এ বিষয়ে অভিযুক্ত আবুল কালামের মোবাইলে একাধিকবার ফোন করলেও তা বন্ধ পাওয়া যায়।
লক্ষ্মীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল মুন্নাফ বলেন,বিষয়টি সম্পর্কে কেউ অবহিত করেনি।অভিযোগ পেলে মেয়েকে আইনগত সহায়তা দেওয়া হবে।



