Logo
Logo
×

সারাদেশ

তারেক রহমানের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছে তারা কখনোই সফল হবে না: মুজিবুর রহমান

Icon

স্টাফ রিপোর্টার :

প্রকাশ: ১৫ জুলাই ২০২৫, ১০:৫৮ পিএম

তারেক রহমানের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছে তারা কখনোই সফল হবে না: মুজিবুর রহমান

বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব হাজী মুজিবুর রহমান বলেছেন, বিএনপি এবং তারেক রহমানের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছে তারা কখনোই সফল হবে না। তিনি ষড়যন্ত্রকারীদের কটূক্তির তীব্র নিন্দা জানিয়ে বলেন, আজকে দেশবাসী যখন বিএনপির দিকে তাকিয়ে আছে, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের অপেক্ষার প্রহর গুনছে তখন একটি মহল পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করছে। সব ষড়যন্ত্রের বিরুদ্ধে দলের নেতাকর্মীসহ দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাচ্ছি।

মঙ্গলবার (১৫ই জুলাই) বিকেলে নারায়ণগঞ্জ এলজিইডি ভবনের সামনে জেলা তাঁতীদলের আয়োজন তারেক রহমানের বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

মুজিবুর রহমান বলেন, ‘স্বাধীনতা বিরোধীরা ভোটে আসেন, লড়াই করেন। যাদের মেম্বার হওয়ার যোগ্যতা নেই, তারাই এখন উল্টাপাল্টা কথা বলে। আমরা তাদের সাবধান করে দিতে চাই। আগামীতে নির্বাচন হবে। সেই নির্বাচনই প্রমাণ করবে জনগণ কাদের চায়।’

সভাপতির বক্তব্যে যুবদল নেতা হাসান ইমাম সম্রাট বলেন, ‘যারা স্বাধীনতার বিরোধিতা করেছে আজ তারাই দেশের কথা বলে। তারা স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান ও তারেক রহমানকে নিয়ে কটূক্তি করেছে। তারা ভুলে গেছে বর্তমানে দেশের সবচেয়ে জনপ্রিয় ব্যক্তি তারেক রহমান। তার নিদের্শনায় গত ১৭ বছর এদেশে লড়াই করেছে জাতীয়তাবাদী সৈনিকরা। তিনি আমাদের ধৈর্য্য ধরতে বলেছেন, তাই সবাই চুপ করে আছি। তবে আর যদি একটা কটূক্তি করা হয় তাহলে তাদের দাঁতভাঙা জবাব দেয়া হবে।’

এরআগে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে জেলা তাঁতীদল আয়োজিত এ বিক্ষোভ মিছিলটি ইসদাইর বুড়ির দোকানের সামনে থেকে শুরু করে জেলা প্রশাসকের কার্যালয় হয়ে এলজিইডি ভবনের সামনে এসে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে শেষ হয়।

যুবদল নেতা হাসান ইমাম সম্রাটের সভাপতিত্বে এসময় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা তাঁতীদলের সভাপতি শুক্কুর মাহমুদ, সাধারণ সম্পাদক সালমান আহমেদ রুবেল, সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান উজ্জল, ফতুল্লা থানা তাঁতীদলের সভাপতি ইউনুস মাস্টার ও সাধারণ সম্পাদক মীর ইমন সহ বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন