রেলওয়ে প্রকৌশলীর অপকর্ম নিয়ে সংবাদ প্রকাশ : মানববন্ধনে হাতাহাতি
কিশোরগঞ্জ প্রতিনিধি :
প্রকাশ: ১৫ জুলাই ২০২৫, ০৫:২৭ পিএম
ছবি- যুগের চিন্তা
কিশোরগঞ্জ রেলওয়ে উর্ধতন উপ-সহকারী প্রকৌশলী আনিসুজ্জামান রাজনের অপকর্ম নিয়ে সংবাদ প্রকাশ হওয়ায় মানববন্ধন করে কর্মরত কর্মচারীদের একাংশ। এসময় আরেকটি পক্ষ মানববন্ধনের বিরুদ্ধে প্রতিবাদ করলে হাতাহাতিতে জড়িয়ে পড়ে তারা।
মঙ্গলবার দুপুর ১২ টায় কিশোরগঞ্জ রেলওয়ে উর্ধতন উপ-সহকারী প্রকৌশলী কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় একজন আহত হয়ে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, রেলওয়ে প্রকৌশলী আনিসুজ্জামান রাজনের অপকর্ম নিয়ে সংবাদ প্রকাশ হলে তার পক্ষ নিয়ে কর্মচারীদের একাংশ কর্মবিরতি দিয়ে মানববন্ধনের আয়োজন করে। রাজনের অধীনে কর্মরত সকল স্টাফদের কার্যালয়ে উপস্থিত থাকতে বলা হয়। কর্মরত স্টাফরা অফিসে এসে যখন জানতে পারে পিডব্লিউ রাজনের বিরুদ্ধে সংবাদ প্রকাশ নিয়ে মানববন্ধন তখন তারা প্রতিবাদ করে বলে ব্যক্তির দায় আমরা নিব না। এসময় দুই পক্ষের মাঝে বাকবিতন্ডা শুরু হয়, পরে হাতাহাতিতে ৬ নং গ্যাংয়ের সদস্য শামীম ইসলাম নয়ন গুরুতর আহত হয়। বর্তমানে নয়ন শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছে।
শামীম ইসলাম নয়ন জানান, আমাদেরকে কোনো কিছু না জানিয়ে অফিসে আসতে বলা হয় ৷ অফিসে এসে জানতে পারি পিডব্লিউ স্যারের নামে নিউজ হওয়ায় মানববন্ধন করবে তারা। তখন আমিসহ কয়েকজন প্রতিবাদ করে বলি আমাদের কাজ রেললাইনে নিরাপদে ট্রেন চলাচল নিশ্চিত করা,মানববন্ধন করা না। এসময় আমার উপর অতর্কিত হামলা চালিয়ে কিল-ঘুষি মারতে থাকে তারা। এ সময় কয়েকজন এগিয়ে এসে আমাকে রক্ষা করলে আমার প্রাণ বেঁচে যায়।
এ বিষয়ে কিশোরগঞ্জ রেলওয়ে থানার ওসি বাহাউদ্দিন ফারুকীর সঙ্গে ফোনে কথা হলে তিনি বলেন,এ বিষয়ে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য ১৪ জুলাই যুগের চিন্তা অনলাইনে ‘কিশোরগঞ্জ রেলওয়ে প্রকৌশলী রাজনের বিরুদ্ধে বিস্তর অভিযোগ’ এ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। প্রকাশিত সংবাদে রেলওয়ে প্রকৌশলী রাজনের কর্মচারীর টাকা আত্মসাৎ থেকে শুরু করে পতিত আওয়ামী লীগের দোসরদের সংঘবদ্ধ করাসহ নানান অভিযোগ ওঠে ।



