Logo
Logo
×

সারাদেশ

কক্সবাজারে জামায়াত নেতার নেতৃত্বে হামলায় আহত বিএনপি নেতার মৃত্যু

Icon

কক্সবাজার প্রতিনিধি :

প্রকাশ: ১৫ জুলাই ২০২৫, ০৫:০০ পিএম

কক্সবাজারে জামায়াত নেতার নেতৃত্বে হামলায় আহত বিএনপি নেতার মৃত্যু

কক্সবাজারে জামায়াত নেতার নেতৃত্বে হামলায় আহত বিএনপি নেতা রহিম উদ্দিন সিকদার মারা গেছেন। মঙ্গলবার সকাল সাড়ে ছয়টার দিকে চট্টগ্রামের এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বলে নিশ্চিত করেছেন নিহতের ভাই ও সদরের ভারুয়াখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শফিকুর রহমান সিকদার।

নিহত রহিম সিকদার কক্সবাজার সদর উপজেলার ভারুয়াখালী ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি। গত রবিবার পানিরছরা এলাকায় হামলা আহত হয়েছিলেন তিনি। এ ঘটনায় আহত আরও দুজন আশংকাজনক অবস্থায় চট্টগ্রামের একই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানিয়েছেন নিহতের ভাই শফিকুর রহমান সিকদার।

তিনি জানান, কক্সবাজার সদর উপজেলার ভারুয়াখালী ইউনিয়নের এক প্রবাসীর একটি জায়গায় ৫ আগস্টের পর থেকে কক্সবাজার লাইট হাউস ফাতেরঘোনা ইউনিট জামায়াতের সভাপতি আব্দুল আল নোমানের নেতৃত্বে দখল করার চেষ্টা চালায়। এ ঘটনায় প্রবাসী পরিবার কক্সবাজার সদর থানায় অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে কিছুদিন আগে পুলিশের এসআই তদন্তে গেলে এসআইয়ের অনুরোধে ইউনিয়ন বিএনপির সভাপতি এবং সাবেক চেয়ারম্যানসহ তিনি উভয়পক্ষের কাগজপত্র দেখে সমস্যা সমাধান করে দেন। এ সময় নোমানরা জায়গায় আর না যাবে না মর্মে পুলিশকে মুচলেখাও দেয়।

এ ঘটনার জের ধরে নোমান শফিকুর রহমান সিকদারসহ তার পরবিরের উপর ক্ষিপ্ত হয়েছে মন্তব্য করে বলেন, গত রবিবার আমার চাচাত ভাই জাহেদ সিকাদারকে পানিরছরা যাওয়ার পথে নোমানের নেতৃত্বে মোটরসাইকেল ভাঙচুর করে মারধর করেখবর পেয়ে খবর পেয়ে আমার ভাইপো ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সাকিব সিকদার, ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক রহিম সিকদার, শাহিন সিকদারজসিম সিকদার ঘটনাস্থলে যান। ওখানে তাদের উপরও হামলা করা হয়।

ঘটনায় রহিম, সাকিবকে মাথায় দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে। শাহিনের হাতে দা দিয়ে কুপিয়ে এবং জসিম সিকদারকে মারাত্মক জখম করে। স্থানীয় লোকজন তাদের কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে যায় পরে সাকিব, রহিম শাহিনকে চট্টগ্রাম রেফার করা হয়। সেখানে রহিম ও সাকিবকে মাথায় অস্ত্রোপচার করা হয় এবং শাহিনের হাতে ২২ সেলাই করা হয়। মঙ্গলবার সকাল ৭টার দিকে চট্টগ্রাম এভার কেয়ার হাসপাতালে আইসিইউতে চিকিৎসারত অবস্থায় রহিম সিকদার ারা যান এবং সাকিব সিকদার আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।

তিনি জানান, স্থানীয় ফাতের ঘোনা ইউনিট জামায়াতের সভাপতি আব্দুল আল নোমান, জামাই মিজান, মুজিব, এনামরা হামলা চালায়।

কক্সবাজার সদর থানার ওসি মোহাম্মদ ইলিয়াস খান রহিম সিকদারের মৃত্যুর সংবাদ নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার বিষয়ে পরিবারের পক্ষে লিখিত অভিযোগ পাওয়া যায়নি। এরপরও পুলিশ ঘটনায় জড়িতের ধরতে অভিযান শুরু করেছে। ইতিমধ্যে অভিযুক্ত মিজানকে আটক করে পুলিশ হেফাজতে আনা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

ঘটনার বিষয়ে জামায়াতের দায়িত্বশীলদের বা অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।




Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন