Logo
Logo
×

সারাদেশ

গণতন্ত্রের ধ্রুবতারা তারেক রহমান : রুহুল কবির রিজভী

Icon

কুড়িগ্রাম প্রতিনিধি :

প্রকাশ: ১৫ জুলাই ২০২৫, ০৪:৪১ পিএম

গণতন্ত্রের ধ্রুবতারা তারেক রহমান : রুহুল কবির রিজভী

ছবি - কুড়িগ্রাম কেন্দ্রীয় ঈদগাহ মাঠে গণ-অভ্যুত্থানে জেলার ১০ শহীদ পরিবারে আর্থিক অনুদান বিতরণ করেন রিজভী

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, তারেক রহমান গণতন্ত্রের ধ্রুবতারা। তাকে দেখে জুলাই-আগস্টের আন্দোলন বেগবান হয়েছে। সুতরাং তাকে নিয়ে অশালীন মন্তব্য করা উচিত নয়।


তিনি বলেন, গত ১৬ বছরে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্রের মাঠে যে পটভূমি রচিত হয়েছিল, সেই পটভূমির ওপর জুলাই আন্দোলন বিজয় লাভ করেছে। আপনারা যখন অপপ্রচার আর কুৎসায় নেমেছেন তখন বিএনপি আহত-নিহত পরিবারের পাশে দাঁড়াচ্ছে। তারেক রহমানকে নিয়ে অপপ্রচারে নামবেন না। তা হলে আপনাদের ওপর অনেক কিছুই এসে পড়বে।


মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরে কুড়িগ্রাম কেন্দ্রীয় ঈদগাহ মাঠে গণ-অভ্যুত্থানে কুড়িগ্রাম জেলার ১০ শহীদ পরিবারে আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।


ইসলামের প্রতি বিএনপির অনুভূতি নিয়ে রুহুল কবির রিজভী বলেন, দু-একটি ইসলামী দল জিয়াউর রহমানের অনুকম্পায় রাজনীতি করার সুযোগ পেয়েছে। ইসলামের জন্য কারও অনুভূতি থাকলে সেটা বিএনপি। ইসলামের নাম নিয়ে সুযোগ সন্ধানী কাজ করবেন, এটা মানুষ জানে। ইউটিউবে বিভিন্ন কন্টেন্ট, বিভিন্ন গণমাধ্যমে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে আজেবাজে গল্প ছড়াচ্ছেন আমরা কিন্তু জানি। আমরা নেতাকর্মীদের বলেছি, কোনো উস্কানিতে পা দেবেন না।


তিনি বলেন, দেশে অনেক সংকট থাকার পরেও ড. ইউনূস সাহেবের সরকারকে আমরা সবাই সমর্থন করেছি। আজকে কাঁচামরিচের কেজি ৩০০-৪০০ টাকা। খাদ্যপণ্যের দাম প্রতি সপ্তাহে ২-৩ টাকা বাড়ছে, তারপরও আমরা সমর্থন করছিতিনি অসনা, শেখ হাসিনার মতো পদ্মা সেতু, মেট্রোরেলফ্লাইওভারের নামে দেশের বাইরে টাকা পাচার করছেন নাএই সরকারের উচিজনগণের সেন্টিমেন্ট বুঝে রমজানের আগে নির্বাচন দেওয়া


অনুষ্ঠানে আমরা বিএনপি পরিবারের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আতিকুর রহমান রুমনের সভাপতিত্বে বক্তব্য দেন, কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান, সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ, যুগ্ম আহ্বায়ক সহকারী অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, সহকারী অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান রানা, রংপুর বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, আমরা বিএনপি পরিবার উপদেষ্টা ইঞ্জিনিয়ার মোস্তফা ই জামান, সদস্য সচিব মোখছেদুল মমিন মিঠুন, জাতীয় প্রেসক্লাব ব্যবস্থাপনা কমিটির সদস্য জাহিদুল ইসলাম রনি।


আলোচনা সভা শেষে কুড়িগ্রাম জেলার ১০ শহীদ পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেন রুহুল কবির রিজভী।


Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন