Logo
Logo
×

সারাদেশ

ঝোপে পুঁতে রাখা ব্যবসায়ীর বস্তাবন্দি লাশ উদ্ধার

Icon

রাঙামাটি প্রতিনিধি :

প্রকাশ: ১৫ জুলাই ২০২৫, ০১:৫৪ পিএম

ঝোপে পুঁতে রাখা ব্যবসায়ীর বস্তাবন্দি লাশ উদ্ধার

ছবি - সংগৃহীত

রাঙামাটিতে এক ব্যবসায়ীর বস্তবন্দি দ্বিখণ্ডিত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার জেলার কলমপতি ইউনিয়নের নাইলেছড়ির মাঝেরপাড়া থেকে এই লাশ উদ্ধার হয়। লাশ উদ্ধার হওয়া ওই ব্যক্তির নাম মো. মামুন। তিনি জেলার কাউখালী উপজেলার সুগারমিল আদর্শগ্রামের পোলট্রি ব্যবসায়ী।


পুলিশ জানায়, ব্যবসার দ্বন্দ্বে মামুনকে হত্যা করা হয়েছে। হত্যার পর তাঁকে দ্বিখণ্ডিত করে ঝোপের মধ্যে পুঁতে রাখেন তাঁর ব্যবসাপ্রতিষ্ঠানের সাবেক কর্মচারী মো. কামরুল ইসলাম (৩০) ও তাঁর স্ত্রী সাথী আক্তার। গতকাল রাতে প্রথমে মো. কামরুল ইসলামকে (৩০) গ্রেপ্তার করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যর ভিত্তিতে লাশ উদ্ধার করে স্ত্রী সাথী আক্তারকে গ্রেপ্তার করা হয়েছে।


নিহত ব্যক্তির স্বজন ও পুলিশ সূত্র জানায়, ৭ জুলাই কাউখালী উপজেলার সুগারমিল আদর্শগ্রাম থেকে মামুন অপহৃত হয়েছিলেন। ওই দিনই মামুনকে হত্যা করা হয়। পরদিন মামুনের লাশ দ্বিখণ্ডিত করে বস্তায় ভরে কাউখালী উপজেলার মাঝেরপাড়া এলাকায় নিয়ে যাওয়া হয়। সেখানে মাটিতে পুঁতে রেখে পালিয়ে যান মো. কামরুল ও স্ত্রী সাথী আক্তার। মামুন নিখোঁজ থাকায় ৮ জুলাই থানায় সাধারণ ডায়েরি করেন তাঁর স্ত্রী সীমা আক্তার।


কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাহেদুল ইসলাম বলেন, গতকাল রাতে অভিযুক্ত কামরুল ইসলামকে লক্ষ্মীপুর সদর থেকে আটক করা হয়েছে। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে আজ সকালে মামুনের লাশ উদ্ধার করা হয়। মামুনকে ঘটনার দিন রাতে অজ্ঞান করার ওষুধ খাওয়ানো হয়েছিল। এরপর তাঁকে হত্যা করা হয়। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে


জানতে চাইলে কাউখালী থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম বলেন, ‘ঘাতক কামরুলকে আদালতে উপস্থাপন করে রিমান্ড চাওয়া হবে। এ হত্যাকাণ্ডের সঙ্গে যাঁরা জড়িত আছে সবাইকে খুঁজে বের করা হবে।’





Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন