Logo
Logo
×

সারাদেশ

চট্টগ্রামে বর্জ্য ব্যবস্থাপনায় বেসরকারি প্রতিষ্ঠানের নিয়োগ, প্রশ্ন উঠছে দক্ষতা ও স্বচ্ছতা নিয়ে

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৫ জুলাই ২০২৫, ০১:৫০ পিএম

চট্টগ্রামে বর্জ্য ব্যবস্থাপনায় বেসরকারি প্রতিষ্ঠানের নিয়োগ, প্রশ্ন উঠছে দক্ষতা ও স্বচ্ছতা নিয়ে

ছবি : সংগৃহীত

চট্টগ্রাম মহানগরীর ২৪টি ওয়ার্ডে বর্জ্য ব্যবস্থাপনার দায়িত্ব দেয়া হয়েছে সমসংখ্যক বেসরকারি প্রতিষ্ঠানকে, যাদের অধিকাংশের মালিক বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মী বলে জানা গেছে। এ নিয়োগের মধ্য দিয়ে প্রতিষ্ঠানগুলো অন্তত ৪০০ কোটি টাকার ব্যবসায় যুক্ত হবে বলে ধারণা করা হচ্ছে।

তবে এসব প্রতিষ্ঠানের বেশিরভাগেরই নেই প্রয়োজনীয় অভিজ্ঞতা বা সরঞ্জাম, যা কার্যকর ময়লা ব্যবস্থাপনার জন্য অত্যাবশ্যক। বিষয়টি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হলে, মঙ্গলবার (১৫ জুলাই) চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) সংবাদ সম্মেলনের আয়োজন করেছে। এতে প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা কমান্ডার ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরী উপস্থিত থাকবেন।

চসিক মূলত নগরীর পরিস্কার-পরিচ্ছন্নতা, সড়ক বাতি ও অবকাঠামো উন্নয়নের দায়িত্ব পালন করে। সেই হিসেবে নগরবাসীর কাছ থেকে কর আদায় করা হয়। তা সত্ত্বেও চসিক বলছে, তাদের দায়িত্ব শুধু নির্দিষ্ট স্থানে ময়লা পরিবহণ—ঘর থেকে সংগ্রহ নয়।

উল্লেখ্য, এর আগেও চসিক প্রায় ২ হাজার জনবল নিয়ে ঘর থেকে ময়লা সংগ্রহ করতো। বর্তমানে বেসরকারি প্রতিষ্ঠানকে দায়িত্ব দিলে নগরবাসীকে দ্বিগুণ ব্যয়—কর এবং পৃথকভাবে বেসরকারি প্রতিষ্ঠানকে—গুনতে হবে।

চসিকের এই সিদ্ধান্ত স্বচ্ছতা ও দক্ষতা নিয়ে নতুন প্রশ্ন তুলে দিয়েছে, বিশেষ করে যখন দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোর অধিকাংশের রাজনৈতিক যোগসূত্র এবং অভিজ্ঞতার অভাব রয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন