Logo
Logo
×

সারাদেশ

ঈশ্বরদীতে বৃক্ষরোপণ ও গাছ রক্ষা কর্মসূচি

Icon

পাবনা প্রতিনিধি :

প্রকাশ: ১৫ জুলাই ২০২৫, ১২:৪৫ পিএম

ঈশ্বরদীতে বৃক্ষরোপণ ও গাছ রক্ষা কর্মসূচি

ছবি - উপজেলার মুলাডুলি ইউনিয়নের হাজারীপাড়া গ্রামে নয়াকৃষি আন্দোলন ও উবিনীগের পুকুরপাড়ে, বিভিন্ন রাস্তায় গাছ রোপণ

পাবনার ঈশ্বরদীতে সুহৃদ সমাবেশের আয়োজনে মাসব্যাপী ফলদ ও বনজ বৃক্ষরোপণ এবং তা বাঁচিয়ে রাখার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সুহৃদ সমাবেশ ঈশ্বরদী ইউনিট এবং সবুজ পৃথিবী ঈশ্বরদী উপজেলা শাখার যৌথ উদ্যোগে সম্প্রতি উপজেলার মুলাডুলি ইউনিয়নের হাজারীপাড়া গ্রামে নয়াকৃষি আন্দোলন ও উবিনীগের পুকুরপাড়ে, বিভিন্ন রাস্তায় গাছ রোপণের মধ্য দিয়ে এ বছরের বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করা হয়।


শুধু গাছ লাগিয়েই দায়িত্ব শেষ নয়, লাগানো গাছ বাঁচিয়ে তা রক্ষাও করতে হবে’– এই প্রতিপাদ্যে অনুষ্ঠিত কমসূচিতে সংশ্লিষ্ট এলাকার দায়িত্বশীলদের এসব গাছ নিয়মিত পরিচর্যা ও রক্ষণারেক্ষণ করার দায়িত্ব দেওয়া হয়। এ উপলক্ষে উবিনীগ চত্বরে আয়োজিত গাছ রক্ষা করতে সচেতনতামূলক এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নয়াকৃষি আন্দোলন ও উবিনীগের ঈশ্বরদী কেন্দ্রের ব্যবস্থাপক আজমিরা খাতুন।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সবুজ পৃথিবী ঈশ্বরদী উপজেলা শাখার সভাপতি সেলিম সরদার। সবুজ পৃথিবীর সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম বাবুর সঞ্চালনায় অনুষ্ঠান সমন্বয় করেন সুহৃদ সমাবেশ ঈশ্বরদী ইউনিটের সভাপতি আর. কে. বাবু। এ সময় সুহৃদ সমাবেশের সহসভাতি তানহা ইসলাম শিমুল, সবুজ পৃথিবীর যুগ্মসাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ, সুহৃদ সমাবেশের সাংগঠনিক সম্পাদক দুর্জয় ইসলাম লিমন, উবিনীগের অর্থ ব্যবস্থাপক গোলাম মোস্তফা রনি, স্থানীয় কৃষকবৃন্দ ও অন্যান্য সুহৃদ উপস্থিত ছিলেন




Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন