Logo
Logo
×

সারাদেশ

অন্তঃসত্ত্বা স্ত্রীকে পুড়িয়ে হত্যার চেষ্টা, জঠরেই নিভল মেয়ের প্রাণ

Icon

সিলেট প্রতিনিধি :

প্রকাশ: ১৫ জুলাই ২০২৫, ০৯:১৯ এএম

অন্তঃসত্ত্বা স্ত্রীকে পুড়িয়ে হত্যার চেষ্টা, জঠরেই নিভল মেয়ের প্রাণ

ছবি - পাষণ্ড স্বামী হোসেন আহমদ চৌধুরী

সিলেটের কানাইঘাটে অন্তঃসত্ত্বা স্ত্রীকে পুড়িয়ে হত্যার চেষ্টা চালিয়েছে পাষণ্ড স্বামী। ঘটনার দুদিন পর অস্ত্রোপচারের মাধ্যমে বের করে আনা হলো মৃত কন্যাসন্তান। গত শনিবার উপজেলার কান্দলা গ্রামের হোসেন আহমদ চৌধুরী আক্তার তার স্ত্রী শাবানা বেগমের গায়ে পেট্রোল ছিটিয়ে আগুন ধরিয়ে দ্রুত পালিয়ে যায়। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রোববার শাবানার অস্ত্রোপচার হয়েছে। তাঁর অবস্থা সংকটাপন্ন।


এদিকে, ক্ষুব্ধ গ্রামবাসী আক্তারকে ধরে পুলিশে দিয়েছে। গতকাল সোমবার চড়িপাড়া গ্রাম থেকে আক্তারকে আটক করে পিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। শাবানাকে পুড়িয়ে হত্যার চেষ্টা চালানোয় জেলাজুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।


এক বছর আগে একই গ্রামের আক্তারের সঙ্গে শাবানার বিয়ে হয়। পরিবারের লোকজন জানান, গত শনিবার রাতে শাবানাকে নেওয়ার জন্য শ্বশুরবাড়িতে আসে আক্তার। শাবানা অসুস্থ থাকায় তাঁর মা না নেওয়ার পরামর্শ দেন। এতে ক্ষিপ্ত হয়ে আক্তার শ্বশুরবাড়ি থেকে বের হয়ে স্থানীয় বাজার থেকে কোমল পানীয়র বোতলে পেট্রোল নিয়ে যায়।


বিছানায় শুয়ে থাকা শাবানার ওপর পেট্রোল ছিটিয়ে গ্যাস লাইটার দিয়ে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। শাবানার চিৎকার শুনে আশপাশের লোকজন এসে আগুন নেভান। তাঁর শরীরের বেশিরভাগ পুড়ে গেছে। তাঁকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। এ ঘটনার পর থেকেই এলাকার ক্ষুব্ধ লোকজন আক্তারকে খুঁজছিল।


শাবানার বাবা আবদুল জব্বার বলেন, ‘বিয়ের পর বেশিরভাগ সময় আক্তার আমার বাড়িতে থাকত। হঠাৎ কেন এমনটি করল, তা বুঝতে পারছি না। এ ঘটনার বিচার চাই।’ কানাইঘাট থানার ওসি আবদুল আউয়াল জানান, আক্তারকে গ্রেপ্তার করা হয়েছে। শাবানার পরিবারের পক্ষ থেকে মামলা করার প্রস্তুতি চলছে।


Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন