নৃত্যশিল্পীকে সংঘবদ্ধ ধর্ষণ : আরও দুজন গ্রেপ্তার
সিরাজগঞ্জ প্রতিনিধি :
প্রকাশ: ১৪ জুলাই ২০২৫, ১১:২৬ এএম
সিরাজগঞ্জের তাড়াশে নৃত্যশিল্পীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় দায়েরকৃত মামলার এজাহারভুক্ত দুই আসামি কফিল উদ্দিন ও এনামুল হককে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাত সাড়ে ৯টার দিকে বগুড়া জেলার শাহজাহানপুর থানা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এর আগে মামলার আরেক আসামি রফিকুল ইসলামকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়।
তাড়াশ থানা পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, অনুষ্ঠানে নাচ পরিবেশনের কথা বলে গত ১৫ মে বগুড়ার শেরপুর এলাকা থেকে এক শিল্পীকে (২০) তাড়াশে নিয়ে যায় অভিযুক্তরা। পরে তাড়াশ উপজেলার সীমান্তবর্তী রানীরহাট উচ্চ বিদ্যালয়সংলগ্ন এলাকায় তাকে সংঘবদ্ধ ধর্ষণ করে কফিল উদ্দিন, রফিকুল ইসলাম, এনামুল হক এনাসহ আরও দুইজন।
এ ঘটনায় ওই ভুক্তভোগী শিল্পী বাদী হয়ে গত ১৬ মে তাড়াশ উপজেলার চককলামুলা গ্রামের বাসিন্দা জহুরুল ইসলামের ছেলে কফিল উদ্দিন (২৫), বগুড়ার শেরপুর উপজেলার রানীর হাট বেওড়াপাড়া গ্রামের বাসিন্দা মৃত. গোলাম হোসেনের ছেলে রফিকুল ইসলাম (৪৪) ও একই গ্রামের হেদু প্রামাণিকের ছেলে এনামুল হক এনাসহ (২৫) অজ্ঞাতনামা আরও দুইজনকে আসামি করে তাড়াশ থানায় মামলা করেন।
মামলার পরপরই আসামি রফিকুল ইসলামকে পুলিশ গ্রেপ্তার করে। অপর আসামিরা পলাতক থাকায় তাদের গ্রেপ্তারে পুলিশ তৎপরতা চালায়। অবশেষে দুই মাস পর আরও দুই আসামি গ্রেপ্তার হলো।
এ বিষয়ে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান বলেন, আসামিদের তথ্যপ্রযুক্তির সহায়তায় গ্রেপ্তার করা হয়েছে। মামলাটি তদন্তসহ বাকি আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে। সোমবার গ্রেপ্তারকৃতদের সিরাজগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।



