Logo
Logo
×

সারাদেশ

বান্দরবানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনজনের মৃত্যু

Icon

বান্দরবান প্রতিনিধি :

প্রকাশ: ১৪ জুলাই ২০২৫, ১১:০৯ এএম

বান্দরবানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনজনের মৃত্যু

বান্দরবানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। গতকাল রোববার রাত দেড়টার দিকে বান্দরবান-চিম্বুক-থানচি সড়কের ওয়াইজংশন এলাকার রাংলাই হেডম্যানপাড়ায় এ ঘটনা ঘটে। এর মধ্যে দুজন ঘটনাস্থলে মারা যান, একজনকে হাসপাতালে নেওয়ার পর মৃত্যু হয়।


মারা যাওয়া তিনজন হলেন ওই পাড়ার রেংয়েন ম্রোর মেয়ে তুমলে ম্রো (১৭), মৃত পারও ম্রোর স্ত্রী উরকান ম্রো (৭১) ও মৃত মেনরাও ম্রোর স্ত্রী রিয়েন ম্রো ওরফে রওলেং (৩৫)। হাসপাতালে নেওয়ার পর মৃত্যু হয় রিয়েন ম্রোর।


বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ পারভেজ তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। আজ সোমবার সকালে তিনি বলেন, একই সময়ে আরও কয়েকজন বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার খবর পাওয়া গেছে। থানা-পুলিশের একটি দল ঘটনাস্থলে গেছে। ফিরে এলে বিস্তারিত জানানো যাবে।


পাড়ার বাসিন্দারা জানান, রাতে এলাকার একটি বৈদ্যুতিক ট্রান্সফরমার আগুনে পুড়ে যায়। এ সময় বিভিন্ন ঘরে থাকা বিদ্যুৎসংযোগে স্ফুলিঙ্গ দেখা দেয়। তখন ঘরের বাতি-ফ্যানের সুইচ বন্ধ করতে গিয়ে তিনজন বিদ্যুৎস্পৃষ্ট হন। রাংলাই পাড়ার হেডম্যান রাংলাই ম্রো জানান, প্রায় আধা ঘণ্টা ধরে বিদ্যুৎসংযোগে স্ফুলিঙ্গ দেখা গেছে। বিষয়টি বিদ্যুবিভাগের কর্মকর্তাদের জানানোর পরও তাঁরা কোনো ব্যবস্থা নেননিএকই ট্রান্সফরমারের অধীন থাকা মধ্যমপাড়াচিংসংপাড়ায় কেউ নিহত না হলেও কয়েকজন বিদ্যুৎস্পৃষ্ট হয়েছেন


রাংলাই ম্রো আরও বলেন, বছরখানেক আগেও একই বিদ্যুতের খুঁটিতে থাকা ট্রান্সফরমারে একই ধরনের সমস্যা দেখা দেয়তখনো বিদ্যুবিভাগকে জানানো হয়েছিলতবে তারা কোনো ব্যবস্থা নেয়নিবিদ্যুবিভাগের অবহেলার কারণেই তিনজনের মৃত্যু হয়েছে


জানতে চাইলে বিদ্যুউন্নয়ন বোর্ডে নির্বাহী প্রকৌশলী সৈয়দ আমির হোসেন বলেন, গতকাল রাতে বিদ্যুসরবরাহট্রান্সফরমারের সমস্যার বিষয়টি মাঠকর্মীদের কেউ তাঁকে জানাননিজানলেবিষয়ে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া যেতকী কারণে মৃত্যুর ঘটনা ঘটেছে তিনিবিষয়ে খোঁজ নেবেন


Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন