যুবদল নেতা : দোকানে ঢুকে ব্যবসায়ীকে মারধর
ফেনী প্রতিনিধি :
প্রকাশ: ১৩ জুলাই ২০২৫, ০৫:২৫ পিএম
ফেনীর পরশুরামে পাওনা টাকা চাওয়ায় ক্ষিপ্ত হয়ে এক ব্যবসায়ীকে পিটিয়েছেন যুবদল নেতা। শনিবার বিকেলে পরশুরাম বাজারের ব্যবসায়ী সুমন হোসেনের দোকানে এ ঘটনা ঘটে। এ সংক্রান্ত একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। বর্তমানে সুমন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
সুমন হোসেন বলেন, দক্ষিণ কোলাপাড়ার বাসিন্দা ও পৌর যুবদলের ৫নং ওয়ার্ডের সভাপতি মো. সায়েমের কাছে তিনি কিছু টাকা পাবেন। ওই টাকার জন্য তাগাদা দিলেও ফেরত পাচ্ছিলেন না। তাগাদা দেওয়ার কারণে ক্ষিপ্ত হয়ে ওঠেন সায়েম। শনিবার বিকেলে সায়েম ভাতিজা ফয়সালসহ কয়েকজনকে নিয়ে সুমনের দোকানে আসেন। এ সময় তাকে টেনে-হিঁচড়ে মারধর শুরু করেন।
ছড়িয়ে পড়া ৫ মিনিট ৪০ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, যুবদল নেতা সায়েম ও তার ভাতিজা ফয়সালসহ কয়েকজন ওই ব্যবসায়ীকে টানা-হেঁচড়া করছেন। একপর্যায়ে টানতে টানতে সুমনের শরীরের পোশাক খুলে তাকে মারধর করা হয়। বারবার টেনে তারা ওই ব্যবসায়ীকে দোকান থেকে বের করার চেষ্টা করেন। এ বিষয়ে বক্তব্য জানতে মো. সায়েমের মোবাইল ফোন নম্বরে বারবার কল দিয়েও সংযোগ পাওয়া যায়নি।
পরশুরাম পৌর যুবদলের আহ্বায়ক মোস্তফা খোকনের ভাষ্য, সংগঠনের শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ সায়েমকে ২৫ জুন অব্যাহতি দেওয়া হয়েছে।



