Logo
Logo
×

সারাদেশ

বগুড়ায় ছাত্রদল নেতার বিরুদ্ধে এনসিপি নেতার জিডি

Icon

বগুড়া প্রতিনিধি :

প্রকাশ: ১৩ জুলাই ২০২৫, ০৩:১৪ পিএম

বগুড়ায় ছাত্রদল নেতার বিরুদ্ধে এনসিপি নেতার জিডি

ছবি - সংগৃহীত

বগুড়ায় ছাত্রদল নেতার বিরুদ্ধে গালিগালাজ ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শ্রমিক উইংয়ের কেন্দ্রীয় সংগঠক আব্দুল্লাহ আল সানী। শনিবার (১২ জুলাই) রাজধানীর ওয়ারী থানায় এ জিডি করেন তিনি। এতে বগুড়ার সরকারি শাহ সুলতান কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক (দাপ্তরিক দায়িত্বপ্রাপ্ত) জাকিরুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।


জিডিতে আব্দুল্লাহ আল সানী উল্লেখ করেন, ১২ জুলাই রাত ১২টা ৪২ মিনিটে ‘জুলাই মঞ্চ, বগুড়া জেলা’ নামের একটি ফেসবুক মেসেঞ্জার গ্রুপে তাকে উদ্দেশ করে অকথ্য ভাষায় গালিগালাজ ও হুমকি দেন জাকিরুল। তিনি আরও অভিযোগ করেন, ওই রাতেই ৩টার দিকে তার নাম ও পরিচয় ব্যবহার করে একটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খোলা হয়, যেখান থেকে উসকানিমূলক বার্তা সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। গত দুই সপ্তাহ ধরে জাকিরুল ইসলাম ও তার সহযোগীরা তার (সানী) নামে ফেসবুকে অপপ্রচার চালিয়ে আসছেন বলেও জিডিতে দাবি করা হয়।


অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে ছাত্রদল নেতা জাকিরুল ইসলাম অভিযোগ অস্বীকার করে বলেন, “আমার বিরুদ্ধে আনা অভিযোগগুলো সম্পূর্ণ ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। আমি এসবের তীব্র প্রতিবাদ জানাচ্ছি।”


তিনি পাল্টা অভিযোগ করে বলেন, “গত ৫ আগস্ট বগুড়ায় যে মব সন্ত্রাসের ঘটনা ঘটেছিল, তা ডা. সানীর ইন্ধনে হয়েছে। তিনি বিভিন্ন জায়গায় চাঁদা দাবি করতেন এবং চাঁদা না পেলে পুলিশে ধরিয়ে দেওয়ার হুমকি দিতেন।” জাকিরুল বলেন, “আমি একজন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারী হিসেবে এসব অনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদ জানিয়েছি। সেজন্যই তিনি আমার বিরুদ্ধে হিংসা-প্রণোদিত হয়ে মিথ্যা অভিযোগ করেছেন। বিষয়টি আমি জেলা ছাত্রদলের নেতৃবৃন্দকে জানিয়েছি।”





Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন