Logo
Logo
×

সারাদেশ

খানসামায় বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ, আহত ২০

Icon

দিনাজপুর প্রতিনিধি :

প্রকাশ: ১৩ জুলাই ২০২৫, ০১:০২ পিএম

খানসামায় বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ, আহত ২০

ছবি - খানসামায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ক্ষতিগ্রস্ত গাড়ি

দলীয় মনোনয়নপ্রত্যাশীর সভাকে কেন্দ্র করে দিনাজপুরের খানসামায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। এ সময় ৫০টিরও বেশি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। গত শুক্রবার রাতে খানসামা উপজেলার ভাবকী ইউনিয়নের কাচিনীয়া বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটেঘটনার পর থেকে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।


উপজেলা বিএনপির নেতাকর্মীর সঙ্গে কথা বলে জানা গেছে, দিনাজপুর-৪ (খানসামা-চিরিরবন্দর) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী কর্নেল (অব.) মোস্তাফিজুর রহমান চৌধুরী কাচিনীয়া বাজারে শুক্রবার আলোচনাসভার আয়োজন করেন। এতে মোস্তাফিজুর রহমান ছাড়াও জেলা বিএনপির সহসভাপতি ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান চৌধুরী, ইউপি চেয়ারম্যান আবু বকর সিদ্দিক চৌধুরী এবং জেলা পরিষদের সাবেক সদস্য শাহরিয়ার জামান শাহ নিপুণসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।


সভা শেষে ওই আসনের সাবেক সংসদ সদস্য আখতারুজ্জামান মিয়ার গ্রুপের নেতাকর্মীর সঙ্গে কর্নেল গ্রুপের নেতাকর্মীর কথাকাটাকাটি ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে কর্নেল (অব.) মোস্তাফিজুর রহমান চৌধুরী, ছাত্রদল নেতা মেহেদী হাসান মানিক, উপজেলা বিএনপির সদস্য মহসীন আলী শাহসহ অন্তত ২০ জন আহত হন। এ সময় অর্ধশতাধিক মোটরসাইকেলও ভাঙচুর হয়।


খানসামা থানার ওসি নজমুল হক বলেন, ঘটনার সময় সেনাবাহিনী ও পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে সবকিছু স্বাভাবিক রয়েছে।




Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন