কমলনগরে অপহৃত স্কুলছাত্রী ১১ দিনেও উদ্ধার হয়নি
লক্ষ্মীপুর প্রতিনিধি :
প্রকাশ: ১৩ জুলাই ২০২৫, ০৯:৪২ এএম
ছবি - অভিযুক্ত যুবদলকর্মী ফারুক
লক্ষ্মীপুরের কমলনগরে যুবদলকর্মী ও ভগ্নিপতি কর্তৃক এক স্কুলছাত্রীকে অপহরণ করা হয়েছে। অপহরণের ১১ দিন পার হলেও শনিবার (১২ জুলাই) বিকেল পর্যন্ত ওই ছাত্রীটিকে উদ্ধার করতে পারেননি পুলিশ। এ ঘটনায় ওই ছাত্রীর জীবনের নিরাপত্তা নিয়ে উদ্বেগ-উৎকণ্ঠায় দিন কাটছে তার পরিবারের।
এর আগে ২ জুলাই উপজেলার চরমার্টিন ইউনিয়নের মুন্সীরহাট এলাকা থেকে তাকে অপহরণ করা হয়। অপহৃত ছাত্রীটির নাম আরিশা জাহান। সে ওই এলাকার জাহাঙ্গীর আলমের মেয়ে এবং স্থানীয় মুন্সিরহাট আলোর অন্বেষা স্কুল অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণির ছাত্রী।
অপরদিকে, অভিযুক্ত যুবদল কর্মী মো. ফারুক একই এলাকার জবি উল্যার ছেলে। সে ওই ছাত্রীর বড় বোনের স্বামী।
এ ঘটনায় ছাত্রীটির বাবা বাদী হয়ে কমলনগর থানায় একটি অপহরণ মামলা দায়ের করেছেন। মামলায় ফারুককে প্রধান আসামি করে তিনজনের নাম উল্লেখসহ আজ্ঞাতনামা আরও চারজনকে আসামি করা হয়।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, জাহাঙ্গীর আলমের ষষ্ঠ শ্রেণি পড়ুয়া মেয়ে আরিশা বিদ্যালয়ে আসা-যাওয়ার সময় বড় মেয়ের স্বামী ও যুবদলকর্মী মো. ফারুক দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে আসছিল। সম্প্রতি তার বড় মেয়ের সঙ্গে ফারুকের বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত চূড়ান্ত হলে সে বেপরোয়া হয়ে ওঠে। এর জের ধরে ২ জুলাই সন্ধ্যায় সে সহযোগীদের নিয়ে বাড়ি থেকে সিএনজিচালিত অটোরিক্সায় করে জোরপূর্বক আরিশাকে তুলে নিয়ে যায়। এর পর থেকে তার খোঁজ মিলছে না।
অপহৃত ছাত্রীর বাবা জাহাঙ্গীর আলম জানান, ঘটনার পর থেকে অভিযুক্তের পরিবারের সঙ্গে বারবার যোগাযোগের চেষ্টা করেও তাতে সাড়া না পেয়ে ৪ জুলাই তিনি থানায় অপহরণ মামলা করেন। কিন্তু অপহরণের ১০দিন পার হয়ে গেলেও পুলিশ এখনও তার মেয়েকে উদ্ধার করতে পারেননি।
তিনি বলেন, আজ ১০ দিন হলো আমার মেয়ের কোনো খোঁজ জানি না। মেয়ের অবস্থা নিয়ে চরম উদ্বেগ-উৎকণ্ঠায় দিন কাটছে আমাদের। সে বেঁচে আছে কিনা তাও জানি না। আমি আমার মেয়েকে সুস্থভাবে ফিরে পেতে চাই। এদিকে অভিযোগের বিষয়ে জানতে যুবদলকর্মী মো. ফারুকের মুঠোফোনে একাধিকবার কল দেওয়া হলেও তা বন্ধ পাওয়া যায়।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তৌহিদুল ইসলাম জানান, এ ঘটনায় ভুক্তভোগী ছাত্রীটির পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে। মামলায় অভিযুক্তদের গ্রেপ্তারসহ অপহৃত ওই স্কুলছাত্রীকে উদ্ধারে পুলিশের চেষ্টা চলছে।



