Logo
Logo
×

সারাদেশ

বাঞ্ছারামপুরে ৩৬ জুলাই শহীদদের স্মরণে খেলাফত মজলিসের আলোচনা

Icon

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:

প্রকাশ: ১২ জুলাই ২০২৫, ০৫:২৬ পিএম

বাঞ্ছারামপুরে ৩৬ জুলাই শহীদদের স্মরণে খেলাফত মজলিসের আলোচনা

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ঐতিহাসিক ৩৬ জুলাই শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল আয়োজন করেছে বাংলাদেশ খেলাফত মজলিসের উপজেলা শাখা।

শুক্রবার (১১ জুলাই) বিকেলে উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত এই আয়োজনে শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাঞ্ছারামপুর উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মুফতি আতিকুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আব্দুল মজিদ মোল্লা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সহ-সভাপতি মাওলানা আব্দুল হান্নান, উপজেলা শাখার সিনিয়র উপদেষ্টা মাওলানা বাহাউদ্দীন, উপদেষ্টা হাফেজ মাওলানা তাওহিদুল ইসলাম জাহাঙ্গীর এবং জামায়াত ইসলামী বাঞ্ছারামপুর উপজেলার সাধারণ সম্পাদক শামীম নূর ইসলাম।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মাওলানা সারোয়ার হাসান আলমগীর।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি মাওলানা বাছির উদ্দিন, প্রচার সম্পাদক মাওলানা জয়নাল আবেদীন, দরিয়া দৌলত ইউনিয়নের সাধারণ সম্পাদক মুফতি সানাউল্লাহ, সোনারামপুর ইউনিয়নের সাধারণ সম্পাদক মাওলানা খাইরুল ইসলাম, ইমাম সমিতির সহ-সভাপতি মো. লিটন মিয়া এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ বাঞ্ছারামপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা জাকির হোসেনসহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ।

আলোচনা পর্বে বক্তারা শহীদদের আত্মত্যাগকে স্মরণ করে বলেন, ইসলাম ও মানবতার পক্ষে জীবন উৎসর্গকারীদের স্মরণ করা জাতি হিসেবে আমাদের দায়িত্ব। শেষে দোয়া-মাহফিলে শহীদদের রুহের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনা করে মোনাজাত করা হয়।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন