Logo
Logo
×

সারাদেশ

দায় এড়াতে পারে না আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী : বিএনপি

Icon

খুলনা প্রতিনিধি :

প্রকাশ: ১২ জুলাই ২০২৫, ১১:২৩ এএম

দায় এড়াতে পারে না আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী : বিএনপি

খুলনা নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন জেলা বিএনপির নেতারা। তারা বলছেন, খুন, অস্ত্রের মহড়া, চুরি, ডাকাতি ও লুটপাটের মতো ঘটনা খুলনায় নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। সর্বশেষ দৌলতপুরে সাবেক যুবদল নেতা মাহবুবুর রহমানসহ গত ১০ মাসে মহানগরীতে ২৭টি হত্যাকাণ্ড ঘটেছে। এসব ঘটনায় শঙ্কিত হয়ে পড়েছে নগরবাসী। মহানগরীর আইনশৃঙ্খলা অবনতির দায়ভার আইনশৃঙ্খলা রক্ষাকারীরা কোনোভাবেই এড়াতে পারে না।

শুক্রবার (১১ জুলাই) রাতে বিএনপির মিডিয়া সেল থেকে এ বিবৃতি দেওয়া হয়।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, বিগত ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও খুলনার পুলিশ এখনো পুরোপুরি সক্রিয় হয়নি। আর এ সুযোগটাই কাজে লাগাচ্ছে সন্ত্রাসীরা। দীর্ঘদিন পলাতক ও জেলে থাকা চিহ্নিত সন্ত্রাসীরা এলাকায় ফিরে হত্যা, ডাকাতি, চাঁদাবাজি, ছিনতাইয়ের ঘটনা ঘটাচ্ছে। এছাড়া কিশোর গ্যাংয়ের সন্ত্রাসীদের বেপরোয়া কর্মকাণ্ডে আতঙ্কিত হয়ে পড়েছে নগরবাসী।

পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রধান উপদেষ্টা ও স্বরাষ্ট্র উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে বিএনপি নেতারা আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি কঠোর হাতে নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারও দায়ভার এড়াতে পারবে না। নগরবাসীর নিরাপত্তার কথা মাথায় রেখে দ্রুত আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন নেতৃবৃন্দ।

বিবৃতিদাতারা হলেন- খুলনা মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা, জেলা আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু, মহানগর সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন, জেলার সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মোমরেজুল ইসলাম, মহানগর সাংগঠনিক সম্পাদক যথাক্রমে শেখ সাদী, মাসুদ পারভেজ বাবু, চৌধুরী হাসানুর রশিদ মিরাজ প্রমুখ।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন