চবিতে বহিরাগতদের নিয়ে ছাত্রদলের শোডাউন, সমালোচনার ঝড়
চট্টগ্রাম প্রতিনিধি :
প্রকাশ: ১২ জুলাই ২০২৫, ১০:০৮ এএম
ছবি - চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শোডাউন শাখা ছাত্রদলের নেতাকর্মীদের
বহিরাগতদের নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে শোডাউন দিয়েছে শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। এ ঘটনায় ক্যাম্পাসজুড়ে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। শুক্রবার (১১ জুলাই) সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদ প্রাঙ্গণ থেকে বহিরাগতদের নিয়ে শোডাউন শুরু হয়।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, চবি ক্যাম্পাসে দুই দিনব্যাপী জাতীয় আইন অলিম্পিয়াড আয়োজন করা হয়েছে। শুক্রবার আইন অনুষদে অলিম্পিয়াডের উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের সঙ্গে অংশগ্রহণ করেন বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন (মীর হেলাল) ও বিএনপির কেন্দ্রীয় মানবাধিকার বিষয়ক সম্পাদক অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।
শাখা ছাত্রদলের নেতাকর্মীদের সূত্রে জানা যায়, মীর হেলালের আগমন উপলক্ষে ছাত্রদলের নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা তৈরি হয়। পরে তাকে স্বাগত জানিয়ে শোডাউন দেওয়া হয়।
সরেজমিনে দেখা যায়, ছাত্রদলের এ কর্মসূচিতে ফতেপুর ইউনিয়ন, হাটহাজারী উপজেলা ও মহানগরের নেতাকর্মীরাও অংশগ্রহণ করেন। তবে তাদের পরিচয় জানতে চাইলে অধিকাংশই কথা বলতে রাজি হননি।
চট্টগ্রাম মহানগর সদস্যসচিব শরিফুল ইসলাম তুহিন, চট্টগ্রাম উত্তর জেলা সভাপতি তকিব হাসান চৌধুরী তকি ও হাটহাজারী উপজেলা বিএনপির সদস্যসচিব গিয়াস উদ্দিন তাদের অনুসারীদের নিয়ে মিছিলে অংশ নেন।
বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বহিরাগতদের নিয়ে শাখা ছাত্রদল নেতাদের শোডাউন দেওয়ায় আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। এ নিয়ে ছাত্রদল নেতাদের প্রতি নেতিবাচক মনোভাব দেখাচ্ছেন শিক্ষার্থীরা। অনেকে প্রশ্ন তুলেছেন, ক্যাম্পাসে ছাত্রদলের নেতাকর্মীরা বহিরাগতদের নিয়ে কেন শোডাউন করবে।
এ বিষয়ে শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন বলেন, আজকের মিছিল ছাত্রদলের ঘোষিত কোনো কর্মসূচি ছিল না। আইন অনুষদের প্রোগ্রামে বিএনপির কেন্দ্রীয় মানবাধিকার বিষয়ক সম্পাদক ও অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান এবং ব্যারিস্টার মীর হেলাল এসেছিলেন। তাদের সঙ্গে দেখা করতে হাটহাজারী এবং মহানগরের কিছু শুভাকাঙ্ক্ষী এসেছিলেন। তাদের বরণ করে নিতে আমরা মিছিল দিয়েছিলাম। সেখানে শুভাকাঙ্ক্ষীরাও অংশগ্রহণ করেছিলেন। এটাকে ভিন্নভাবে দেখার কিছু নাই।
জানতে চাইলে চবি শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান বলেন, আইন অনুষদের প্রোগ্রামে বিএনপি কেন্দ্রীয় ও মহানগরের দায়িত্বশীলরা এসেছিলেন। আমরা শুধু তাদের সম্মানার্থে মিছিলের অগ্রভাগে ছিলাম, এছাড়া কিছুই না।
শাখা ছাত্রদলের সভাপতি আলাউদ্দিন মহসিনকে একাধিকবার ফোন করলেও ফোনে পাওয়া যায়নি।



