Logo
Logo
×

সারাদেশ

সাপের হাড়ে ফাটল, এক্স-রে করে পাঠানো হলো ঢাকায়

Icon

পটুয়াখালী প্রতিনিধি :

প্রকাশ: ১০ জুলাই ২০২৫, ০৩:২৫ পিএম

সাপের হাড়ে ফাটল, এক্স-রে করে পাঠানো হলো ঢাকায়

ছবি - হাড়ে ফাটল ধরা সাপ ও এনিমেল লাভারস অফ পটুয়াখালীর সদস্যরা

পটুয়াখালীর কলাপাড়ায় আঘাতপ্রাপ্ত কাল সাগিনী সাপ উদ্ধারের পর উন্নত চিকিৎসার লক্ষ্যে ভেটেরিনারি সার্জনের পরামর্শে এক্স-রে করেছে এনিমেল লাভারস অফ পটুয়াখালীর সদস্যরা।

বুধবার (৯ জুলাই) রাত ১০টায় পৌর শহরের একটি বেসরকারি ক্লিনিকে সাপটিকে নিয়ে আসা হয়। পরে এক্স-রে করে জানা যায় সাপটির মাঝ বরাবর হাড়ে ফাটল ধরেছে।

বুধবার সকালে পার্শ্ববর্তী আমতলী উপজেলার পূজাখোলা দফাদার বাড়িসংলগ্ন এলাকা থেকে সাপটিকে লাঠি দিয়ে পেটানো অবস্থায় গ্রামবাসীদের হাত থেকে রক্ষা করে এনিমেল লাভারস অফ পটুয়াখালীর সদস্যরা। 

তবে প্রথমবারের মতো সাপের এক্স-রে করা দেখে অনেকে হতবাক বনে গেলেও বন্যপ্রাণী রক্ষার কাজকে সাধুবাদ জানিয়েছে সচেতন মহল। সবুজ এবং লাল ও কালো রঙের ডোরাকাটা প্রাপ্ত বয়স্ক সাপটির দৈর্ঘ্য প্রায় ৩ ফুট। 

এনিমেল লাভারস অফ পটুয়াখালীর কলাপাড়া শাখার টিম লিডার বায়জিদ আহসান বলেন, কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদিকের সহায়তায় আহত সাপটির এক্স-রে করা হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে সাপটিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার ভেটেরিনারি সার্জনের কাছে পাঠানো হবে। 

কলাপাড়া উপজেলা ভেটেরিনারি চিকিৎসক (ভারপ্রাপ্ত) মারুফ বিল্লাহ খান বলেন, আহত সাপটির গায়ে লাঠির আঘাত রয়েছে। আঘাতের কারণে শরীরের মধ্য অংশের হাড়ের কিছুটা জখম হয়েছে। তবে ভালো চিকিৎসা পেলে খুব দ্রুত সুস্থ হয়ে যাবে বলে আশা করছি।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন