নৌপুলিশের অভিযানে অবৈধ জাল জব্দ, আটক ২০২ জন
অনলাইন ডেস্ক :
প্রকাশ: ১০ জুলাই ২০২৫, ০২:৩১ পিএম
ছবি - নৌপুলিশের অভিযানে উদ্ধার করা জাল পুড়িয়ে ধ্বংস করা হচ্ছে
দেশের মৎস্যসম্পদ রক্ষা ও নৌপথে নিরাপত্তা নিশ্চিতকরণে নৌপুলিশ দেশব্যাপী বিভিন্ন অভিযান পরিচালনা করছে। গত সাত দিন নৌপুলিশের বিভিন্ন অভিযানে মোট তিন কোটি ১৯ লাখ ৮১ হাজার ৮৯০ মিটার অবৈধ জাল, দুই হাজার পাঁচ শ’ চুয়াল্লিশ কেজি মাছ, ত্রিশ হাজার পিস রেণু পোনা, নয় হাজার পিস বাগদা রেণু পোনা জব্দ করা হয় এবং নদী থেকে পাঁচ শ’ আটাত্তরটি ঝোপঝাড় ধ্বংস করা হয়।
নৌপুলিশের এ অভিযানে বৈধ কাগজপত্র না পাওয়ায় ৭১টি বাল্কহেডের বিরুদ্ধে নৌ আদালতে প্রসিকিউশন দায়ের করা হয় এবং একটি ড্রেজার জব্দ করা হয়।
এ অভিযানে ২০২ জনকে গ্রেফতার করা হয় এবং ১৮টি মৎস্য, আটটি বেপরোয়া, দুটি মাদক, একটি জুয়া, ছয়টি অপমৃত্যু, তিনটি বালুমহাল, একটি হত্যা, একটি চাঁদাবাজি এবং একটি নৌ দুর্ঘটনা মামলাসহ মোট ৪১টি মামলা দায়ের করা হয় এবং আটটি মৃতদেহ উদ্ধার করা হয়।
উল্লেখ্য, জব্দকৃত অবৈধ জাল ধ্বংস করা হয়েছে। মাছ এতিমখানায় বিতরণ এবং মাছের রেণু পোনা পানিতে অবমুক্ত করা হয়েছে। -বিজ্ঞপ্তি।



