Logo
Logo
×

সারাদেশ

ভারী বর্ষণে রাঙ্গামাটিতে পাহাড় ধ্বসের আশঙ্কা

Icon

রাঙ্গামাটি প্রতিনিধি :

প্রকাশ: ০৯ জুলাই ২০২৫, ০৯:৪৩ পিএম

ভারী বর্ষণে রাঙ্গামাটিতে  পাহাড় ধ্বসের আশঙ্কা

ছবি-যুগের চিন্তা

রাঙ্গামাটিতে গত ২দিন ধরে টানা বৃষ্টিপাতের ফলে পাহাড় ধসের পরিস্থিতি সৃষ্টি হয়েছে। যার ফলে বুধবার বিকলে প্রশাসনের পক্ষ থেকে পাহাড়ের পাদদেশে বসবাসকারী লোকজনকে নিরাপদে আশ্রয়য়ে যাওয়ার জন্য বলা হয়েছে। জেলায় কখনও ভারী বৃষ্টি ও মাঝারী  বৃষ্টিপাত হচ্ছে। যার কারণে শহরে পাহাড় ধসের অবস্থা সৃষ্টি হয়েছে। 

দুর্যোগ মোকাবিলায় রাঙ্গামাটি পৌরসভায় এই সংক্রান্ত একটি জরুরী সভা করা হয়েছে। আয়োজিত সভায় রাজনৈতিক নেতৃবৃন্দ,রেড ক্রিসেন্ট,স্কাউট সহ সংশ্লিষ্টদের নিকট জেলা প্রশাসকর মোহাম্মদ হাবিব উল্লাহ পক্ষ থেকে অনুরোধ করেছেন যেন কোথাও ঝুঁকি  তৈরি হলে সবাই যেন দ্রুত সাড়া দেন। 

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে নতুন করে ভূমি ধসসহ প্রকৃতিক দুর্যোগ দেখা দিতে পারে । জেলা প্রশাসকে পক্ষ থেকে এই বিষয়ে সজাগ থাকার জন্য  অনুরোধ করা হয়েছে। এদিকে কাপ্তাই লেকের পানি বৃদ্ধি পাওয়ায় বাঘাইছড়ি,লংগদু ও বরকল উপজেলা এলাকার নিন্মাঞ্চল ডুবে গেছে। সেখানে যে কোন সময় বন্যা দেখা দিতে পার বলে এলাকাবসাী জানায়।  ।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন