নোয়াখালীতে সম্ভাব্য বন্যা মোকাবিলায় সকল প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯ জুলাই ২০২৫, ০৫:২২ পিএম
ছবি : সংগৃহীত
নোয়াখালীতে অতিবৃষ্টিজনিত জলাবদ্ধতা ও সম্ভাব্য বন্যা পরিস্থিতির কারণে জেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণি কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। বুধবার (৯ জুলাই) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভায় জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ইসরাত নাসিমা হাবীব এ সিদ্ধান্তের কথা জানান।
তিনি বলেন, ৯ জুলাই আষাঢ়ী পূর্ণিমা উপলক্ষে বিদ্যালয়গুলোতে ছুটি ছিল। আগামী ১০ থেকে ১২ জুলাই পর্যন্ত ক্লাস বন্ধ থাকবে, তবে শিক্ষকরা বিদ্যালয়ে উপস্থিত থাকবেন। প্রয়োজনে বিদ্যালয়গুলোকে আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহারের জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে।
সভায় জেলা প্রশাসক খন্দকার ইসতিয়াক আহমেদ জানান, দুর্যোগ পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। জেলা প্রশাসন পর্যাপ্ত স্বেচ্ছাসেবক মোতায়েন করেছে, বিশুদ্ধ পানির জন্য মোবাইল প্ল্যান্ট ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট মজুত রাখা হয়েছে। সাপে কাটা ও ডায়রিয়াসহ জরুরি চিকিৎসা সেবা নিশ্চিত করা হয়েছে। ত্রাণ কার্যক্রম সমন্বয়ের জন্য কন্ট্রোল রুম চালু করা হয়েছে।
সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ ইসমাঈল, পৌর প্রশাসক জালাল উদ্দীন, জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেন, জেলা শিক্ষা কর্মকর্তা নূর উদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর, সদর ইউএনও আখিনুর জাহান নিলা এবং অন্যান্য সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা, সাংবাদিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ।



