Logo
Logo
×

সারাদেশ

ফিল্মি স্টাইলে স্কুলছাত্র অপহরণ ছাত্রলীগ নেতার

Icon

গাজীপুর প্রতিনিধি :

প্রকাশ: ০৯ জুলাই ২০২৫, ১২:৩৪ পিএম

ফিল্মি স্টাইলে স্কুলছাত্র অপহরণ ছাত্রলীগ নেতার

ছবি - সংগৃহীত

গাজীপুরের শ্রীপুরে ফিল্মি স্টাইলে পিস্তল ঠেকিয়ে  স্কুলের সামনে থেকে এক স্কুলছাত্রকে অপহরণ করেছেন এক ছাত্রলীগ নেতা। ২২ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এ ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন স্কুলের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকেরা।

মঙ্গলবার (৮ জুলাই) বিকালে উপজেলার গাজীপুর ইউনিয়নের ধনুয়া গ্রামের হাজি প্রি-ক্যাডেট স্কুলে এ ঘটনা ঘটে। সন্ধ্যার পরপরই ২২ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ভুক্তভোগি স্কুলছাত্র ফেরদৌস আহমেদ  (১৪) উপজেলার গাজীপুর ইউনিয়নের নয়াপাড়া গ্রামের মো. সাইফুল ইসলামের ছেলে।

অভিযুক্ত অস্ত্রধারী মো. কাওসার আহমেদ (৩০) উপজেলার গাজীপুর ইউনিয়নের ধনুয়া গ্রামের ইমান আলীর ছেলে। এ ছাড়া এমদাদুল হক, নূরুল হক, মোস্তফাসহ কয়েকজন স্কুলছাত্রকে তুলে নিতে সহযোগিতা করেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, সাদা শার্ট পরা এক স্কুলছাত্রকে কয়েকজন যুবক মারতে মারতে নিয়ে যাচ্ছেন। স্কুলশিক্ষক রুবেলসহ কয়েকজন শিক্ষার্থী তাকে রক্ষা করতে চেষ্টা করেন। এ সময় টি-শার্ট পরা অস্ত্রধারী ক্ষিপ্ত হয়ে স্কুলের শিক্ষক রুবেল হোসেনের দিকে পিস্তল তাক করে ভয় দেখান। এ সময় বেশ কয়েকজন শিক্ষার্থী তাদের সহপাঠীকে রক্ষা করতে এগিয়ে আসে।

নবম শ্রেণির ছাত্র হৃয়দ জানায়, স্কুল ছুটি হওয়ার পরপরই আমরা বাইরে যাই। হঠাৎ করে কয়েকজন যুবক এসে ফেরদৌসকে ধরে মারতে শুরু করে। এ সময় আমরা চিৎকার করলে শিক্ষকেরা এগিয়ে আসেন। এরপর আমরা তাকে রক্ষা করতে চেষ্টা করি। হঠাৎ করে একজন রুবেল স্যারের দিকে পিস্তল তাক করে, এরপর সবাই ভয় পেয়ে এদিক-সেদিক ছোটাছুটি শুরু করি।

হাজি প্রি-ক্যাডেট স্কুলের সহকারী শিক্ষক আলমগীর হোসেন বলেন, শিক্ষার্থীদের চিৎকার ও কান্নাকাটি শুনতে পেয়ে আমরা বাইরে গিয়ে এমন দৃশ্য দেখতে পাই। আমরা আমাদের শিক্ষার্থীকে রক্ষার জন্য চেষ্টা করি। কিন্তু অস্ত্রধারীরা বেশ কয়েকবার ফায়ার করার চেষ্টা করে। যে সামনে আসবে তাকেই শেষ করে দেব বলে তারা। এরপর আমরা গুলির ভয়ে পিছু হটি।

অপহৃত স্কুলছাত্রের মামা নাদিম মাহমুদ বলেন, বিষয়টি জানার পরপরই আমরা সবাই ঘটনাস্থলে ছুটে যাই। ঘটনার দুই ঘণ্টা পর পুলিশের সহযোগিতা আমার ভাগিনাকে অপহরণকারী কাউসারের বাড়ি পাশ থেকে উদ্ধার করতে সক্ষম হই। তবে তুলে নেওয়ার কারণ জানতে পারিনি।

এ ঘটনার পরপরই অপহরণকারী কাউসার গা-ঢাকা দিয়েছে।

শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুল বারিক জানান, খবর পেয়ে ভিকটিমকে উদ্ধার করা হয়েছে, অভিযোগ পেলে মামলা নেওয়া হবে। অস্ত্রধারীকে খুঁজে বের করা হবে।


Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন