Logo
Logo
×

সারাদেশ

বগুড়ায় শ্বশুর ও পুত্রবধূকে হত্যা

Icon

বগুড়া প্রতিনিধি :

প্রকাশ: ০৯ জুলাই ২০২৫, ১১:৪৩ এএম

বগুড়ায় শ্বশুর ও পুত্রবধূকে হত্যা

ছবি - দুপচাঁচিয়া উপজেলায় শ্বশুর ও পুত্রবধূকে হত্যার ঘটনা দেখতে মানুষের ভিড়

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় শ্বশুর ও পুত্রবধূকে শ্বাসরোধে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (৮ জুলাই) রাতে উপজেলার জিয়ানগর ইউনিয়নের লক্ষ্মীমণ্ডপ গ্রামে এ জোড়া হত্যাকাণ্ড ঘটে। 

নিহতরা হলেন- ওই গ্রামের অবসরপ্রাপ্ত মাদ্রাসাশিক্ষক আফতাব হোসেন (৭০) এবং তার বড় ছেলে সৌদি প্রবাসী শাহজাহানের স্ত্রী মোছা. রিভা (২৮)। এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মুহাম্মদ রায়হান। 

বুধবার সকালে নিহত রিভার পাঁচ বছর বয়সি মেয়ে মালিহা ঘুম থেকে উঠে মাকে গলায় ফাঁস ও হাত বাঁধা অবস্থায় পড়ে থাকতে দেখে চিৎকার করে। তার চিৎকারে প্রতিবেশীরা এসে ঘরে ঢুকে একই কায়দায় নিহত অবস্থায় শ্বশুর আফতাব হোসেনকেও দেখতে পান। পরে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে দুপচাঁচিয়া থানা পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে।

জোড়া খুনের ঘটনায় পুরো এলাকায় চরম চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভোর থেকে শত শত মানুষ ভিড় করছে নিহতদের বাড়িতে।

স্বজনরা জানান, নিহত আফতাব হোসেনের বড় ছেলে শাহজাহান সৌদি আরব প্রবাসী। তার স্ত্রী রিভা দুই সন্তান—নীরব ও মালিহাকে নিয়ে শ্বশুরবাড়িতে বসবাস করতেন। আফতাব হোসেনের ছোট ছেলে ঢাকায় থাকেন।

নিহত রিভার ঘরে ঢুকে দেখা যায়, আসবাবপত্র তছনছ করা হয়েছে। স্বজনদের অভিযোগ, দুর্বৃত্তরা কয়েক লাখ টাকার মালামাল লুট করেছে। তবে তাৎক্ষণিকভাবে হত্যাকাণ্ডের নির্দিষ্ট কারণ জানাতে পারেননি কেউ। কিছু স্বজনের ধারণা, আফতাব হোসেনের সঙ্গে জমিজমা নিয়ে এলাকায় বিরোধ ছিল।

বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) হোসাইন মোহাম্মদ রায়হান বলেন, "হত্যাকাণ্ডের পেছনে পূর্বশত্রুতা, পারিবারিক বিরোধ কিংবা চুরির উদ্দেশ্য—সব দিক মাথায় রেখে তদন্ত চলছে। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।"


Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন