Logo
Logo
×

সারাদেশ

সাগরে গোসলে নেমে নিখোঁজ চবির আরেক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

Icon

কক্সবাজার প্রতিনিধি :

প্রকাশ: ০৯ জুলাই ২০২৫, ১১:২৪ এএম

সাগরে গোসলে নেমে নিখোঁজ চবির আরেক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

ছবি - চবি শিক্ষার্থী আসিফ আহমেদ

কক্সবাজারে সৈকতের হিমছড়ি পয়েন্ট সাগরে গোসলে নেমে আসিফ আহমেদ নামের নিখোঁজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আরও এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার হয়েছে; নিখোঁজ রয়েছে আরও একজন।

বুধবার সকাল ৮টার দিকে সৈকতের সমিতি পাড়া পয়েন্ট এলাকায় মৃতদেহটি ভেসে আসে বলে জানান সি সেইফ লাইফ গার্ডের সুপারভাইজার মো. ওসমান গণি।

উদ্ধার আসিফ আহমেদ বগুড়া সদরের দক্ষিণ নারুলী এলাকার মো. রফিকুল ইসলামের ছেলে।

এর আগে ঘটনার পরপরই মৃত উদ্ধার হয়েছে কেএম সাদমান রহমান ওরফে সাবাব (২১) ঢাকার মিরপুর থানার এ/৭ পল্লবী দক্ষিণের বাসিন্দা কেএম আনিসুর রহমানের ছেলে।

ঘটনায় এখনো নিখোঁজ রয়েছে বগুড়া সদরের দক্ষিণ নিধনিয়া দক্ষিণপাড়ার মো. আমিনুল ইসলামের ছেলে অরিত্র হাসান।

মৃত উদ্ধার ও নিখোঁজ তিনজনই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ২০২৩-২৪ সেশনের প্রথমবর্ষের শিক্ষার্থী।

ওসমান গণি বলেন, বুধবার সকাল ৮টার দিকে সৈকতের সমিতিপাড়া পয়েন্ট সাগরে একটি মৃতদেহ ভেসে আসতে দেখে স্থানীয়রা লাইফ গার্ড কর্মীদের খবর দেয়। পরে লাইফ গার্ডের একটি দল ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় মৃতদেহটি উদ্ধার করেছে। ঘটনার নিখোঁজদের বন্ধু ও স্বজনদের দেওয়া ছবি দেখে মৃতদেহটির পরিচয় নিশ্চিত হওয়া গেছে।

মৃতদেহটি কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে নেওয়া হয়েছে বলে জানান তিনি।

এর আগে মঙ্গলবার সকালে ৫ বন্ধু মিলে কক্সবাজার ঘুরতে আসে। একপর্যায়ে তারা হিমছড়ি সৈকতে ঘুরতে যায়। পরে তাদের মধ্যে দুইজন বাঁধের উপরে বসে ছিল এবং অপর ৩ জন বাঁধের নিচে নেমে সাগরে গোসল করছিল। এ সময় ঢেউয়ের তোড়ে তিনজনই সাগরে ভেসে যায়। ঘটনাটি স্থানীয়রা দেখতে পেয়ে সাদমান রহমান ওরফে সাবাবকে মৃত অবস্থায় উদ্ধার করলেও অপর দুইজন ভেসে যায়।

ঘটনার পর থেকে বৈরী আবহাওয়ার কারণে উত্তাল সাগরের বিভিন্ন পয়েন্টে ফায়ার সার্ভিস, ট্যুরিস্ট পুলিশ ও লাইফ গার্ড কর্মী উদ্ধার কার্যক্রম চালালেও মঙ্গলবার রাত পর্যন্ত সন্ধান মিলেনি।


Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন