নওগাঁর সীমান্তে বিএসএফের গুলিতে নিহত যুবকের মরদেহ তিন দিন পর ফেরত
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৬ জুলাই ২০২৫, ১১:৩৪ এএম
ছবি- সংগৃহীত
নওগাঁর পোরশা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক গুলিতে নিহত বাংলাদেশি যুবক ইব্রাহীমের মরদেহ তিন দিন পর ফেরত দিয়েছে বিএসএফ। শনিবার (৫ জুলাই) রাত ৮টায় আনুষ্ঠানিক পতাকা বৈঠকের মাধ্যমে মরদেহটি হস্তান্তর করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ১৬ বিজিবি নিতপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার মাহফুজুর রহমান।
নিহত ইব্রাহীম সাপাহার উপজেলার রোদগ্রামের বাসিন্দা, তিনি মৃত সৈয়দ আলীর ছেলে। পরিবার সূত্রে জানা গেছে, বুধবার রাতে তিনি নিতপুর সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেন। পরদিন সকালে সীমান্তের ২২৯ নম্বর মেইন পিলারের কাছে ভারতের অভ্যন্তরে তার মরদেহ দেখতে পান স্থানীয়রা। দুপুরে বিএসএফ সদস্যরা মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।
শুরুর দিকে বিএসএফ মরদেহ উদ্ধারের বিষয়টি অস্বীকার করলেও একদিন পর তারা বিষয়টির সত্যতা স্বীকার করে। পরে আইনি আনুষ্ঠানিকতা সম্পন্ন করে মরদেহ বাংলাদেশে ফেরত দেওয়া হয়।
পোরশা সীমান্তের ২৩২ নম্বর পিলার এলাকার কাতলামারী স্থানে বিজিবি ও বিএসএফের প্রতিনিধিদের উপস্থিতিতে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ সময় পুলিশ, সীমান্তরক্ষী বাহিনীর সদস্য এবং নিহত ইব্রাহীমের পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।



