রূপগঞ্জে ইলেকট্রিশিয়ানকে কুপিয়ে হত্যা
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি :
প্রকাশ: ০৫ জুলাই ২০২৫, ০৬:৫১ পিএম
ছবি-সংগৃহীত
নারায়ণগঞ্জের রূপগঞ্জে পারভেজ হাসান নামে এক ইলেকট্রিশিয়ানকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পারভেজের মৃত্যু হয়। গত ৩ জুলাই বিকেলে উপজেলার ভুলতা ইউনিয়নের আমলাবো এলাকায় একটি বাড়িতে দুর্বৃত্তরা পারভেজকে কুপিয়ে গুরুতর জখম করে। ।
পারভেজ হাসান আমলাবো আজিজ মোল্লার বাড়িতে ৫ম তলায় ভাড়া থাকতো। নিহত পাবনা জেলার সদর থানার সুপচর এলাকার মজিদ সরকারের ছেলে।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম বলেন, ওই ভবনের অন্য ফ্ল্যাটের ভাড়াটিয়া কিশোর সিয়াম (১৪) ছাদে খেলতে যায়। এসময় পারভেজকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে বাড়ির সবাইকে খবর দেয়। পরে বাড়ির সবাই পারভেজকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে শনিবার রাত ১ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ধারণা করা হচ্ছে দুপুরের যেকোন এক সময় পারভেজকে দুর্বৃত্তরা কুপিয়ে গুরুতর জখম করে। মামলাটি পিবিআই তদন্ত করছে।



