Logo
Logo
×

সারাদেশ

নার্স-আয়ার টানা-হেঁচড়ায় জামালপুরে নবজাতকের মৃত্যুর অভিযোগ

Icon

জামালপুর প্রতিনিধি :

প্রকাশ: ০৫ জুলাই ২০২৫, ০৬:৪১ পিএম

নার্স-আয়ার টানা-হেঁচড়ায় জামালপুরে  নবজাতকের মৃত্যুর অভিযোগ

ছবি-সংগৃহীত

জামালপুরে নগর মাতৃসদন কেন্দ্রে চিকিৎসকের পরিবর্তে নার্স ও আয়া দিয়ে প্রসব করাতে গিয়ে শনিবার ভোরে  এক নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে। শহরের পশ্চিম ফুলবাড়িয়া কলাবাগান এলাকায় জামালপুর পৌরসভার বাস্তবায়নে ও আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারি প্রকল্পের আওতায় পরিচালিত নগর মাতৃসদন কেন্দ্রে এ ঘটনা ঘটে।

নিহত নবজাতকের স্বজনদের অভিযোগ, শুক্রবার সন্ধ্যায় জামালপুর সদর উপজেলার নারিকেলী এলাকার বাসিন্দা সোহেল আনসারীর স্ত্রী নৌরিন জান্নাত মৌ প্রসব বেদনা নিয়ে নগর মাতৃসদনে ভর্তি হন। তবে ওই সময় হাসপাতালে কোনো গাইনি চিকিৎসক উপস্থিত ছিলেন না। 

এ সময় হাসপাতালের নার্স শিরিন আক্তার ও আয়া ময়না ভোররাতে প্রসূতিকে স্বাভাবিক প্রসবের চেষ্টা করে নবজাতককে টেনে-হিঁচড়ে বের করার সময় শিশুটির গলায় আঘাত লেগে মৃত্যু ঘটে। এ ঘটনায় অভিযুক্ত  নার্স ও আয়াকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে জামালপুর সদর থানা পুলিশ।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মো: ফয়সল আতিক জানান,নগর মার্তসদনে শিশু মৃত্যুর ঘটনায় সেখানকার নার্স ও আয়াকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। এছাড়াও মৃত নবজাতক শিশুর সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। 

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন