Logo
Logo
×

সারাদেশ

বনের পাশে হাতির মরদেহ

Icon

শেরপুর প্রতিনিধি :

প্রকাশ: ০৫ জুলাই ২০২৫, ০৩:০৯ পিএম

বনের পাশে হাতির মরদেহ

ছবি - সংগৃহীত

শেরপুরের নালিতাবাড়ীতে কাটাবাড়ি বনের পাশ থেকে একটি পুরুষ বন্যহাতির মরদেহ উদ্ধার করেছে বনবিভাগ। শনিবার (৫ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে মরদেহটি উদ্ধার করা হয় বলে জানান ময়মনসিংহ বন বিভাগের মধুটিলা ইকোপার্কের রেঞ্জ কর্মকর্তা দেওয়ান আলী।

বন বিভাগ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শুক্রবার (৪ জুলাই) রাতে ৮-১০টি বন্যহাতির একটি দল নাকুগাঁও এলাকা থেকে উত্তর কাটাবাড়ী এলাকায় আসে। এর আগে বন্যহাতির আক্রমণ থেকে বাড়িঘর ও ফসল রক্ষার জন্য স্থানীয় কৃষকরা জেনারেটরের মাধ্যমে বিদ্যুতের সংযোগ দিয়ে বৈদ্যুতিক বাতি জ্বালিয়ে রাখেন। আলো দেখে ভয়ে বন্যহাতির দল ধানক্ষেতে ও লোকালয়ে কম প্রবেশ করে। রাতের কোনো একসময় হাতিটি বিদ্যুতের তারে জড়িয়ে মারা গেছে বলে ধারণা করছে বন বিভাগ।

মধুটিলা ইকোপার্কের রেঞ্জ কর্মকর্তা দেওয়ান আলী বলেন, হাতিটির বয়স ১৫-১৬ বছর হবে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। হাতিটির ময়নাতদন্ত করা হবে। একইসঙ্গে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন