খুলনার সঙ্গে ৫ ঘণ্টা পর রেলযোগাযোগ সচল
চুয়াডাঙ্গা প্রতিনিধি :
প্রকাশ: ০৫ জুলাই ২০২৫, ১১:১০ এএম
ছবি - সংগৃহীত
চুয়াডাঙ্গার উথলী রেলওয়ে স্টেশনে মালবাহী ট্রেনের লাইনচ্যুত বগি উদ্ধার করা হয়েছে পাঁচ ঘণ্টা পর। বগিটি উদ্ধারের পর শুক্রবার রাত ১১টার দিকে ফের খুলনার সঙ্গে সারা দেশের রেলযোগাযোগ স্বাভাবিক হয়েছে বলে উথলী স্টেশনের মাস্টার মিন্টু কুমার রায় জানিয়েছেন।
এর আগে বিকাল পৌনে ৬টায় উথলী স্টেশনে লাইনচ্যুত হয় খুলনা থেকে সিরাজগঞ্জগামী একটি মালবাহী ট্রেন।
তাতে খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ থেমে গিয়েছিল। খুলনা থেকে রাজশাহীর পথে চলা সাগরদাঁড়ি ও ঢাকা থেকে খুলনাগামী নকশিকাঁথা ট্রেন মাঝপথে দাঁড়িয়ে যায়। আর ভোগান্তিতে পড়েন যাত্রীরা।



