ছবি-সংগৃহীত
কক্সবাজারের চকরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস উল্টে দুইজন নিহত এবং আটজন আহত হয়েছে। শুক্রবার ভোরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের গয়ালমারা এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান, হাইওয়ে পুলিশের চিরিঙ্গা থানার পরিদর্শক আরিফুল আমিন।
তবে হতাহতদের নাম ও পরিচয় নিশ্চিত করতে পারেননি তিনি।
স্থানীয়দের বরাতে আরিফুল আমিন বলেন, ভোরে চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের গয়ালমারা এলাকায় কক্সবাজারমুখি যাত্রীবাহী হানিফ পরিবহন সার্ভিসের একটি বাসের চালক নিয়ন্ত্রণ হারায়। এতে বাসটি সড়কের পাশে খাদে পড়ে পুকুরে ডুবে যায়। ঘটনাস্থলে ২ জনের মৃত্যু এবং ৮ জন আহত হয়েছে। পরে স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।
এদিকে ঘটনার খবর পেয়ে চকরিয়া উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনের একটি দল ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনা কবলিত গাড়ীটি উদ্ধার করেন বলে জানান,হাইওয়ে পুলিশের এ পরিদর্শক।
আরিফুল আমিন জানান,হতাহতদের পরিচয় শনাক্তের পাশাপাশি ঘটনার ব্যাপারে খোঁজ খবর নেওয়া হচ্ছে।
নিহতদের লাশ চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে বলে জানান তিনি।



