Logo
Logo
×

সারাদেশ

বিচারপতি আনসার আলীর ৩০তম মৃত্যুবার্ষিকী আগামীকাল

Icon

নিজস্ব প্রতিবেদক :

প্রকাশ: ০৪ জুলাই ২০২৫, ১০:৩৭ এএম

বিচারপতি আনসার আলীর ৩০তম মৃত্যুবার্ষিকী আগামীকাল

ছবি - বিচারপতি মোহাম্মদ আনসার আলী

আগামীকাল শনিবার (৫ জুলাই) প্রখ্যাত আইনজীবী ও বিচারপতি মোহাম্মদ আনসার আলীর ত্রিশতম মৃত্যুবার্ষিকী। তিনি ১৯৬২ সালে ঢাকা হাইকোর্টে তথা তদানীন্তন পাকিস্তান সুপ্রীম কোর্টে আইন পেশায় আত্মনিয়োগ করেন।


ছাত্রাবস্থায় তিনি মহান ভাষা আন্দোলনে ও রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় সক্রিয় নেতৃত্ব দেন। ভাষা আন্দোলনে অবদানের স্বীকৃতিস্বরূপ ২০০১ সালে মরণোত্তর 'মাতৃভাষা পদক'প্ৰাপ্ত হন। ১৯৭১ সালে স্বাধীনতা সংগ্রামেও তিনি সক্রিয়ভাবে জড়িত ছিলেন। তিনি বিভিন্ন সময়ে বাংলাদেশ সুপ্রীম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সিনিয়র সহসভাপতি, কোষাধ্যক্ষ্, তৎকালীন রংপুর হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনের দু'বার নির্বাচিত সভাপতি এবং বাংলাদেশ লিগ্যাল এইড সোসাইটির সহসভাপতি ছিলেন।


অসংখ্য রায়ের মধ্যে বিচারপতি হিসেবে তাঁর দক্ষতা, বিচক্ষণতা ও প্রতিভার স্বাক্ষর মেলে। বিচার বিভাগের স্বাধীনতা ও আইনের শাসন প্রতিষ্ঠার জন্য তিনি সারাজীবন কাজ করে গেছেন।
তার কনিষ্ঠ পুত্র বর্তমান সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি জনাব আহমেদ সোহেল।


মৃত্যুবার্ষিকী উপলক্ষে বনানীস্থ মরহুমের কবর প্রাঙ্গণে এবং নওগাঁয় গ্রামের বাড়িতে দোয়া মাহফিল, কোরানখানি ও বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়েছে।
 


Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন