Logo
Logo
×

সারাদেশ

এবার বিসিএস ক্যাডার হলেন রাবির ৬০ শিক্ষার্থী

Icon

রাজশাহী প্রতিনিধি :

প্রকাশ: ০৩ জুলাই ২০২৫, ০১:২৫ পিএম

এবার বিসিএস ক্যাডার হলেন রাবির ৬০ শিক্ষার্থী

ছবি - সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) থেকে বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) ৪৪ তম ব্যাচে সুপারিশপ্রাপ্ত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ৬০ শিক্ষার্থী। সোমবার (৩০ জুন) রাত সাড়ে ১১টায় বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ওয়েবসাইটে ৪৪তম বিসিএসের ফল প্রকাশ করা হয়। এরপর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়োগপ্রাপ্তদের শুভেচ্ছা জানান নেটিজেনরা।

সুপারিশপ্রাপ্তদের মধ্যে বিসিএস প্রশাসন ক্যাডারে নিয়োগ পেয়েছেন ভেটেরিনারি অ্যান্ড এনিমেল সায়েন্স বিভাগের মেহেদী হাসান (পঞ্চম) ও জহির রায়হান, অ্যাপ্লাইড ক্যামিস্ট্রি ও কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের গোলাম কিবরিয়া আকাশ, আইসিই বিভাগের শামিমা আক্তার, ইংরেজি বিভাগের রিজওয়ানা শতভী, মার্কেটিংয়ের আরিফ ইশতিয়াক, ইইই বিভাগের রিয়াদ খান, এসিসিই বিভাগের আব্দুল্লাহ আল মামুন।

পুলিশ ক্যাডারে নিয়োগ পেয়েছেন ফার্মেসি বিভাগের মুজাহিদুল ইসলাম (দশম), প্রাণ রসায়ন ও অণুপ্রান বিজ্ঞান বিভাগের তানভীর আনজুম (১৮তম) ও ইইই বিভাগের রাকিব রবিন। পররাষ্ট্র ক্যাডারে নিয়োগ পেয়েছেন ইংরেজি বিভাগের এসএম সোহেল রানা (চতুর্থ।

এছাড়াও কারিগরি শিক্ষা ক্যাডার হয়েছেন ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের নাজমুল জাহিদ ও এনামুল হক, হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের তমা রায়, ইংরেজি বিভাগের ইসলাম শশী ও শাহাদাত হেসেন শিমুল।

শিক্ষা ক্যাডারে নিয়োগ পেয়েছেন ইতিহাস বিভাগের আব্দুল হাকিম পাটোয়ারী (প্রথম), বাদশা রায়হান ও রফিকুল ইসলাম, দর্শন বিভাগের শাহাদুজ্জামান শিশির (দ্বিতীয়), জাহাঙ্গীর আলম নিশান, সাইফুল আল আমান ও রাসেল আহমেদ, হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের নাজমুল হাসান শাওন, বাংলা বিভাগের রাফিউল আলম ও খালেদা ফেরদৌস লিমু, ইংরেজি বিভাগের ফুয়াদ হাসান শিশির, ইনজামুল হক মিল্লাত ও আব্দুর রশীদ, গণিত বিভাগের সোহান আলী ও শাহজাদা আল মামুন, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের আক্তারুজ্জামান সুজন ও আক্তারুজ্জামান রনি, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের হাবিব উল্লাহ, আল আমিন হোসাইন ও ইমরান শেখ, ফলিত গণিত বিভাগের রাকিবুল হাসান ও নাজমুল হাসান এবং প্রণিবিদ্যা বিভাগের রাজিয়া সুলতানা ইভা।

লাইভস্টক ক্যাডারে নিয়োগ পেয়েছেন ভেটেরিনারি অ্যান্ড এনিমেল সায়েন্স বিভাগের শুভ কুমার (তৃতীয়), সেলিম হোসেন, জুপি সরকার, ফাতেমাতুল জান্নাত, গোলাম সরওয়ার সজল, মাহাবুবুর রহমান, মো. শেখ সাদি, আল মামুন জুয়েল, ফয়সাল ইসলাম, পারভেজ হোসেন। টানা দুইবার লাইভস্টক ক্যাডার হয়েছেন একই বিভাগের মোহাম্মদ রুবেল।

এছাড়াও আনসার ক্যাডার হয়েছেন ইংরেজি বিভাগের শাহারিয়ার রনি, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের পারভেজ মিয়াজি। খাদ্য ক্যাডার হয়েছেন বায়ো ক্যামেস্ট্রি অ্যান্ড মলিকিউলার বায়োলজি বিভাগের মাহমুদুল হাসান। তবে এ সংখ্যাটি বাড়তে বা কমতেও পারে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন