Logo
Logo
×

সারাদেশ

পবিপ্রবিতে বঙ্গবন্ধু হলসহ সাত হলের নাম পরিবর্তন

Icon

পটুয়াখালী প্রতিনিধি :

প্রকাশ: ০২ জুলাই ২০২৫, ০৩:৪২ পিএম

পবিপ্রবিতে বঙ্গবন্ধু হলসহ সাত হলের নাম পরিবর্তন

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) সাতটি আবাসিক হলের নাম পরিবর্তন করা হয়েছে। এর মধ্যে কয়েকটি হলে পুরনো নাম ফিরিয়ে আনা হয়েছে। আর কয়েকটির নতুনভাবে নামকরণ করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় রিজেন্ট বোর্ডের ৫৫তম সভায় এ সিদ্ধান্ত হয়। গতকাল মঙ্গলবার (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. ইখতিয়ার উদ্দিন স্বাক্ষরিত একটি পরিপত্র জারির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

পরিপত্রে উল্লেখ করা হয়, ‘জুলাই গণঅভ্যুত্থান–২০২৪ পরবর্তী বৈষম্যবিরোধী চেতনায় উজ্জীবিত ছাত্রছাত্রীদের জোরালো দাবির পরিপ্রেক্ষিতে গঠিত সুপারিশ কমিটির ভিত্তিতে এবং ৩০ এপ্রিল অনুষ্ঠিত রিজেন্ট বোর্ডসভার সিদ্ধান্ত অনুযায়ী’ এই প্রশাসনিক আদেশ কার্যকর করা হয়েছে।

প্রশাসনিক আদেশ অনুযায়ী, মূল ক্যাম্পাসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নাম বদলে রাখা হয়েছে বিজয়-২৪। এছাড়া শের-ই বাংলা হল-১ ও শের-ই বাংলা হল-২এর নাম পরিবর্তন করে আগের নাম শহীদ জিয়াউর রহমান হল-১ ও শহীদ জিয়াউর রহমান হল-২ পুনঃপ্রতিষ্ঠা করা হয়েছে।

নারী শিক্ষার্থীদের আবাসিক হলেও এসেছে উল্লেখযোগ্য পরিবর্তন। মূল ক্যাম্পাসে শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের নাম বদলে রাখা হয়েছে রাবেয়া বসরী হল এবং বরিশাল ক্যাম্পাসে একই নামে থাকা হলের নামকরণ করা হয়েছে সুলতানা রাজিয়া হল।

এছাড়া নির্মাণাধীন নতুন দুটি হলের নাম রাখা হয়েছে যথাক্রমে শের-ই বাংলা হল (ছাত্রদের জন্য) এবং চাঁদ সুলতানা হল (ছাত্রীদের জন্য)।

উল্লেখ্য, ২০২৪ সালের ১৩ আগস্ট বরিশাল ক্যাম্পাসে শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল এবং ১২ ডিসেম্বর মূল ক্যাম্পাসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নামফলক ভাঙচুর করেন কিছু শিক্ষার্থী। ওই সময় থেকেই আবাসিক হলগুলোর ‘নামকরণে রাজনৈতিক প্রভাব’ নিয়ে প্রশ্ন তোলেন তারা।

তবে শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের নামফলক ভাঙার সময় কিছু আবাসিক শিক্ষার্থী বাধা দেন ও তোপের মুখে পড়েন সংশ্লিষ্ট শিক্ষার্থীরা। পরে প্রশাসনের সঙ্গে একাধিক দফা আলোচনা এবং কমিটি গঠনের মাধ্যমে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায় কর্তৃপক্ষ।

বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে, এ সিদ্ধান্ত সমান অধিকারের চেতনা ও শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ার অংশ হিসেবেই দেখা উচিত।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন