Logo
Logo
×

সারাদেশ

রূপগঞ্জে পরকীয়ার জেরে ছুরিকাঘাতে প্রেমিক নিহত

Icon

রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, প্রতিনিধি :

প্রকাশ: ০২ জুলাই ২০২৫, ০৯:২৩ এএম

রূপগঞ্জে পরকীয়ার জেরে ছুরিকাঘাতে প্রেমিক নিহত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পরকীয়ার জের ধরে প্রেমিকা ও তার স্বামী কুপিয়ে হত্যা করেছে প্রেমিক সানাউল্লাহ বাদশাকে। মঙ্গলবার রাত সাড়ে ৭টার দিকে উপজেলার সদর ইউনিয়নের জাঙ্গীর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সানাউল্যাহ বাদশা জাঙ্গীর এলাকার মোকাররমের ছেলে। সে ডিশ ও ইন্টারনেট ব্যবসার সঙ্গে মাদক বিক্রি করত।

সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম জানান, কয়েক বছর ধরে জাঙ্গীর উচ্চ বিদ্যালয়ের নৈশপ্রহরী মুকুল মিয়ার স্ত্রী শামীমার সঙ্গে পরকীয়া সম্পর্ক ছিল একই এলাকার সানাউল্যাহ বাদশার। এ নিয়ে এলাকায় কয়েকদফা সালিশ হয়েছে। 
এদিকে মঙ্গলবার রাত সাড়ে ৭টার দিকে সানাউল্যাহ বাদশা মুকুলের বাড়িতে গেলে তাদের  মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে মুকুল ও তার স্ত্রী ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে গুরুতর জখম করে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে খবর পেয়ে রূপগঞ্জ থানা পুলিশ লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করে।
অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে সহকারী পুলিশ সুপার জানান।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন