Logo
Logo
×

সারাদেশ

ছাত্রদলের অনুষ্ঠানে কলেজ অধ্যক্ষের ‘আমন্ত্রণপত্র’ ঘিরে তোলপাড়, নিন্দার ঝড়

Icon

বগুড়া প্রতিনিধি :

প্রকাশ: ০২ জুলাই ২০২৫, ০৯:১২ এএম

ছাত্রদলের অনুষ্ঠানে কলেজ অধ্যক্ষের ‘আমন্ত্রণপত্র’ ঘিরে তোলপাড়, নিন্দার ঝড়

সরকারি আজিজুল হক কলেজে ছাত্রদলের নতুন আহ্বায়ক কমিটির উদ্যোগে আয়োজিত একটি সংবর্ধনা অনুষ্ঠানে কলেজ অধ্যক্ষের স্বাক্ষরিত আমন্ত্রণপত্র প্রকাশিত হওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে তীব্র সমালোচনা। ফেসবুকজুড়ে বিষয়টি ঘিরে চলছে ব্যাপক আলোচনা ও নিন্দা। অনেকেই একজন সরকারি কর্মকর্তার এমন রাজনৈতিক সম্পৃক্ততাকে নিয়মবহির্ভূত এবং দায়িত্বজ্ঞানহীন পদক্ষেপ হিসেবে আখ্যা দিচ্ছেন।

মঙ্গলবার (১ জুলাই) কলেজের অফিসিয়াল ওয়েবসাইটে অধ্যক্ষ প্রফেসর মো. শওকত আলম মীরের স্বাক্ষরসংবলিত একটি নোটিস প্রকাশ পায়, যাতে বলা হয়, “ছাত্রদলের পক্ষ থেকে কলেজের শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সবাইকে উপস্থিত থাকার আমন্ত্রণ জানানো হয়েছে।”

নোটিস অনুযায়ী, আজ বুধবার (২ জুলাই) কলেজের অনার্স ভবনের মুক্তমঞ্চে এ সংবর্ধনা অনুষ্ঠান।

তবে সরকারি চাকরির আচরণবিধি অনুযায়ী, কোনো সরকারি কর্মকর্তা-কর্মচারী রাজনৈতিক কর্মকাণ্ডে জড়াতে পারেন না। সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা ১৯৭৯-এর ২৫(১) ধারায় বলা হয়েছে, সরকারি কর্মচারীরা কোনো রাজনৈতিক দলের বা তাদের অঙ্গসংগঠনের সদস্য হতে পারবেন না। একইসঙ্গে ২৫(৩) ধারায় নির্বাচনী প্রচারণা বা রাজনৈতিক হস্তক্ষেপেও নিষেধাজ্ঞা রয়েছে।

বিষয়টি নিয়ে সমালোচনার মুখে অধ্যক্ষ প্রফেসর শওকত আলম মীর গণমাধ্যমকে বলেন, “ভুলবশত হয়েছে। এটা আমি প্রত্যাহার করছি।”

এ ঘটনায় কলেজ ক্যাম্পাসসহ শহরের শিক্ষামহলেও মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকে বিষয়টিকে ‘প্রশাসনিক অসাবধানতা’ হিসেবে দেখলেও, কেউ কেউ বলছেন, “এটি ক্ষমতার অপব্যবহার এবং পরিষ্কারভাবে নিয়ম লঙ্ঘন।”

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন