Logo
Logo
×

সারাদেশ

জুনে ধর্ষণের শিকার ৬৫ নারী-শিশু, হত্যা ৬৮

Icon

অনলাইন ডেস্ক :

প্রকাশ: ০১ জুলাই ২০২৫, ০৮:২৪ পিএম

জুনে ধর্ষণের শিকার ৬৫ নারী-শিশু, হত্যা ৬৮

ছবি-সংগৃহীত

সদ্যবিদায়ী জুনে সারাদেশে ৬৫ নারী ও শিশু ধর্ষণের শিকার হয়েছেন। তাদের মধ্যে ১৮ বছরের কম বয়সী ৪৩ জন এবং ১৮ বছরের বেশি বয়সী ২২ জন। ঘটনাগুলোর মধ্যে আটটি সংঘবদ্ধ ধর্ষণ রয়েছে। এছাড়া তিনজনকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। এছাড়া আরও সাতজনকে ধর্ষণের চেষ্টা করার অভিযোগ রয়েছে।

মঙ্গলবার (১ জুলাই) বাংলাদেশ মহিলা পরিষদের মাসিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। দেশের বিভিন্ন দৈনিক পত্রিকা, অনলাইন নিউজ পোর্টাল ও টেলিভিশনে প্রকাশিত এবং প্রচারিত তথ্যের ভিত্তিতে এ প্রতিবেদন তৈরি করেছে সংগঠনটি।

প্রতিবেদনের তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, সদ্য সমাপ্ত জুনে সারাদেশে মোট ২০৩ জন নারী ও শিশু নির্যাতনের শিকার হয়েছেন। তার মধ্যে ধর্ষণের শিকার হয়েছেন ৬৫ জন।

প্রতিবেদনে নারী ও শিশু নির্যাতনের আরও যেসব ঘটনা উঠে এসেছে, তার মধ্যে উত্ত্যক্তের ঘটনা তিনটি, উত্ত্যক্তের কারণে আত্মহত্যা দুজনের, এসিডদগ্ধ হয়ে মারা গেছেন একজন। এছাড়া যৌতুকের কারণে একজনকে নির্যাতন এবং অগ্নিদগ্ধে দুজনের মৃত্যু হয়েছে।

এছাড়া জুনে পারিবারিক সহিংসতায় আহত হয়েছেন ছয়জন, হত্যার ঘটনা ঘটেছে ৬৮টি। রহস্যজনক মৃত্যু ১১টি, আত্মহত্যা ২২টি। অপহরণ দুটি, বাল্যবিয়ে দুটি, সাইবার ক্রাইম একটি এবং অন্যভাবে নির্যাতনের শিকার ৯ জন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন