Logo
Logo
×

সারাদেশ

‘চড়ের বদলা নিতে’ জাসদকর্মী হত্যা, ছাত্রদল নেতাসহ আটক ৩

Icon

কুষ্টিয়া প্রতিনিধি :

প্রকাশ: ০১ জুলাই ২০২৫, ০১:০৩ পিএম

‘চড়ের বদলা নিতে’ জাসদকর্মী হত্যা, ছাত্রদল নেতাসহ আটক ৩

ছবি - হত্যার ঘটনায় অভিযুক্ত ছাত্রদল নেতাসহ আটক তিনজন

কুষ্টিয়ার মিরপুরে জাসদকর্মী জমির উদ্দিনকে প্রকাশ্যে পিটিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত ছাত্রদল নেতাসহ তিনজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১ জুলাই) ভোরে উপজেলার আমবাড়িয়া ইউনিয়নের আমবাড়িয়া গ্রামে সাবেক এক ইউপি চেয়ারম্যানের বাড়ি থেকে তাদের আটক করে পুলিশ।

আটকরা হলেন- মিরপুর উপজেলার আমলা ইউনিয়নের মিটন গ্রামের সোনারুল খানের ছেলে অনিক খান (২৪), একই গ্রামের মৃত ফারুক হোসেনের ছেলে নাঈম (২৩) ও নিমাই চাঁদের ছেলে নাঈম (২৩)। এদের মধ্যে অনিক আমলা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি।

এর আগে সোমবার দুপুরে আমলা ইউনিয়নের মিটন এলাকার ঈদগাহের সামনে পূর্বশত্রুতার জের ধরে অনিক কয়েকজনকে সঙ্গে নিয়ে প্রকাশ্যে জমির উদ্দিনের ওপর হামলা চালান। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তার মৃত্যু হয়।

নিহতের স্ত্রী জোৎস্না খাতুনের দাবি, প্রায় দেড় বছর আগে কোনো এক ঘটনায় স্থানীয় চায়ের দোকানে অনিককে থাপ্পড় মেরেছিলেন তার স্বামী জমির উদ্দিন। সেই ঘটনার প্রতিশোধ নিতেই তাকে হত্যা করা হয়েছে।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোমিনুল ইসলাম জানান, ঘটনার সঙ্গে জড়িত তিনজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন