Logo
Logo
×

সারাদেশ

নরসিংদীতে ৮ মামলার আসামিকে গুলি ও কুপিয়ে হত্যা

Icon

নরসিংদী প্রতিবেদক :

প্রকাশ: ০১ জুলাই ২০২৫, ০৯:২৮ এএম

নরসিংদীতে ৮ মামলার আসামিকে গুলি ও কুপিয়ে হত্যা

ছবি - সংগৃহীত

নরসিংদী পৌর শহরে রিজভী (৩৫) নামে ৮ মামলা আসামিকে গুলি ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তেরা। সোমবার (৩০ জুন) রাত সাড়ে ১০টার দিকে পৌর শহরের পূর্ব ব্রাহ্মন্দী মহিলা মাদ্রাসার সামনে এ ঘটনা ঘটে। 

নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত রিজভী পৌর শহরের বীরপুর এলাকার জয়নাল আবেদীনের ছেলে। তিনি রায়পুরা উপজেলার হাসনাবাদ এলাকায় ইন্টারনেট ও ডিসের ব্যবসা পরিচালনা করতেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রাত সাড়ে ১০টার দিকে শহরের পূর্ব ব্রাহ্মন্দী এলাকায় সন্ত্রাসী তৈয়ব ও তার পরিবারের ওপর হামলা চালাতে যায় রেজভী ও তার দলবল। এ সময় গলির রাস্তায় দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। উত্তেজনার একপর্যায়ে এলোপাতাড়ি গুলি ও কুপিয়ে রিজভীকে হত্যা করে পালিয়ে যায় প্রতিপক্ষের লোকজন।  এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক জানায়, সন্ত্রাসী তৈয়ব ও তার পরিবারের ওপর পরিকল্পিত হামলা করতে ব্রাহ্মন্দী এলাকায় আসে রেজভী ও তার দল। এ সময় পাল্টা হামলার শিকার হয়ে নিহত হয় রেজভী। রেজভীর বিরুদ্ধে ডাকাতি, অপহরণ, অস্ত্র, মাদকসহ বিভিন্ন থানায় অন্তত ৮টি মামলা রয়েছে। এ সময় ঘটনাস্থল থেকে বেশ কিছু ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।  

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন